২০১৪-র ২১ এপ্রিল ইতালিতে পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে আদিত্য চোপড়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন রানি মুখোপাধ্যায়। এরপর ২০১৫-তে জন্ম হয় আদিরার। সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিরার জন্মের বিষয়ে মুখ খুলেছেন রানি। জানিয়েছেন তিনি নির্দিষ্ঠ সময়ের আগেই সন্তানের জন্ম দিয়েছিলেন। অর্থাৎ আদিরা ছিল প্রি-ম্যাচিওর বেবি।
সম্প্রতি করিনা কাপুরের ইউটিউব টক শো 'হোয়াট ওম্যান ওয়ান্ট'-এর একটি পর্বে অতিথি হিসাবে হাজির ছিলেন রানি। সেখানেই আদিত্য চোপড়া ঘরণী বলেন, ‘নির্দিষ্ট সময়ের ২মাস আগেই আদিরা আমার কাছে এসেছিলও। ও প্রি-ম্যাচিওর বেবি। ও ভীষণই ছোট্ট ছিল। ওকে NICU-তে রাখা হয়েছিল। সেটা আমার কাছে ভীষণভাবেই মানসিক যন্ত্রণার ছিল।যদিও সৌভাগ্য়ক্রমে ১৫ দিনের বদলে ওকা ৭ দিন রাখা হয়। তবে ঈশ্বরের আশীর্বাদে শিশুর যা যা প্য়ারামিটার দরকার, সেসবই আদিরা অর্জন করেছিল।’
রানির কথায়, ‘আমার মনে হয় মাতৃত্বের পর মেয়েরা বদলে যায়। সন্তানের জন্মের পর থেকেই আমনার কোনওকিছুই আর আগের মতো থাকবে না। প্রথমবার বুঝতে পারবেন, নিজের থেকে আপনি অন্য কাউকে বেশি ভালোবাসেন। সেসময় সন্তানের থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই থাকে না।’
আরও পড়ুন-বলিউডে নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলার বড়ই অভাব, দক্ষিণী ইন্ডাস্ট্রিই সেরা: কাজল

রানি-করিনা
সম্প্রতি নেটফ্লিক্সের ডকু-সিরিজ 'দ্যা রোম্যান্টিকস'-এর জন্য রানি একটি সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে তিনি বলেন, আদিরার জন্মের পর ২ বছর তিনি অভিনয় দুনিয়া থেকে দূরে ছিলেন। মেয়ের সঙ্গেই সময় কাটত তাঁর।
প্রসঙ্গত ২০০২ সালে মুক্তি পাওয়া মুজসে দোস্তি করোগে ছবিতে একসঙ্গে কাজ করেছেন কারিনা এবং রানি। বিপরীতে ছিলেন হৃতিক রোশন। করিনা কাপুর অভিনীত ২০০১ সালে ‘কভি খুশি কাভি গম’ ২০১২ সালে তলাশ এর অংশও ছিলেন। যদিও পরের দুটি ছবিতে রানি-করিনাকে একসঙ্গে কোনও দৃশ্যে অভিনয় করতে দেখা যায় নি।