নিজের ব্যস্ত সময়সূচির মধ্যে একটু অন্যরকম সময় কাটালেন অভিনেত্রীরানিমুখার্জি। শনিবার মুম্বইয়ে তিনি ক্যানসার রোগীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ‘বিশ্ব গোলাপ দিবস’ উপলক্ষে দাতব্য সংস্থা ক্যান্সার পেশেন্টস এইড অ্যাসোসিয়েশনের সঙ্গে অংশীদারিত্ব করেছেন তিনি। এই দিন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং ক্যানসার রোগী এবং তাদের প্রিয়জনদের সঙ্গে সংহতি প্রদর্শনের জন্য উদযাপিত হয়।
আরও পড়ুন: (বয়স ৪২, তবুও প্রিয়াঙ্কার উজ্জ্বল-রিঙ্কেল ফ্রি ত্বক নজর কাড়ে সবার! নেপথ্যে কী ফাঁস করলেন PC-র মা)
এই দিন ক্যানসারের সঙ্গে লড়াই করা কয়েকটি শিশুর সঙ্গে দিনটি কাটান রানি। তিনি কেবল তাদের সঙ্গে কথোপকথনই করেননি, একত্রে সকলে মিলে কেকও কাটেন। ‘বান্দ্রা-ওরলি সি লিঙ্ক' লাল রঙে আলোকিত হওয়ার সময় তিনি শিশুদের সঙ্গে একটি খোলা বাসে ভ্রমণও করেন।
এই অনুষ্ঠানে তিনি সংবাদসংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি ক্যানসার রোগীদের নিঃশর্ত ভালবাসা দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন জানান। তিনি বলেন, ‘আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের প্রতি আমি কৃতজ্ঞ। এই উদ্যোগের মাধ্যমে, আমি এই রোগের সাথে লড়াই করা শিশুদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পেয়েছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ক্যানসার রোগীদের সুস্থতার জন্য... এছাড়াও, আমি মনে করি আরও সেলিব্রিটিদের এই জাতীয় উদ্যোগে অংশ নেওয়া উচিত এবং ক্যানসার রোগীদের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করা উচিত। যে শিশুরা এই বড় রোগের বিরুদ্ধে লড়াই করছে, তারাই আসল হিরো।’
আরও পড়ুন: ('বিয়ের পর আরও বেশি কাজ করেছি...' কেরিয়ারের রজত জয়ন্তীতে সফলতার গল্প শোনালেন বেবো)
তিনি বলেন, ‘আমাদের সবার উচিত এই শিশুদের সময় দেওয়ার চেষ্টা করা, তাঁদের প্রতি ভালোবাসা বর্ষণ করা। আমাদের ভালোবাসা ও সমর্থন তাঁদের ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার সাহস যোগান দেবে। এছাড়াও, আমি আমার তরফ থেকে ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবো। আমি যদি কখনও এই বিষয়টিকে ঘিরে কোনও প্রকল্পের অংশ হওয়ার সুযোগ পাই তবে আমি অবশ্যই এটি করবো।’
আরও পড়ুন: (সিক্যুয়েল থেকে সরে দাঁড়ালেন 'তুম্বাড' ছবির পরিচালক, দায়িত্ব নিচ্ছেন কে?)
অগস্টে 'মর্দানি'র দশম বর্ষপূর্তিতে ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অধ্যায় নিয়ে ভক্তদের উত্যক্ত করেন নির্মাতারা। প্রকল্প সম্পর্কে আরও বিশদ বিবরণের অপেক্ষায় সকলে।