গত প্রায় এক দশকের বেশি সময় ধরে খুব বেছে, মহিলাকেন্দ্রিক ছবিতে কাজ করেছেন রানি মুখোপাধ্যায়। নো ওয়ান কিলড জেসিকা, মর্দানি, হিচকি, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, ইত্যাদিতে কাজ করেছেন তিনি। ভারতীয় ছবির অন্যতম দক্ষ এবং দাপুটে অভিনেত্রী তিনি। তাঁর এই ২৫ বছরের কেরিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন তিনি। এবার আবার তাঁকে একেবারে নতুন রূপে দেখা যেতে চলেছে। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির পর তিনি আবারও নতুন ছবি নিয়ে বড় পর্দায় আসতে চলেছেন।
রানি মুখোপাধ্যায়ের আগামী প্রজেক্ট
জানা গিয়েছে সোনালি বসুর আগামী ফ্যমিলি ড্রামায় দেখা যাবে রানি মুখোপাধ্যায়কে। পিংকভিলার একটি রিপোর্টে জানানো হয়েছে রানি ইতিমধ্যেই তাঁর আগামী প্রজেক্টে সই করে ফেলেছেন। এই বিষয়ে তাদের একটি সূত্রের তরফে জানানো হয়েছে, 'রানি গত ২ বছর ধরে বিভিন্ন স্ক্রিপ্ট শুনছে এর মধ্যে ওর সোনালি বসুর এই স্ক্রিপ্ট ভালো লেগেছে। এটি একটি ফ্যামিলি ড্রামা। আগামী সেপ্টেম্বর থেকে এই ছবির কাজ শুরু হবে। তবে এই ছবিতে অভিনেত্রীর বিপরীতে কে থাকবেন মুখ্য পুরুষ চরিত্রে সেটা এখনও ঠিক হয়নি।'
আরও পড়ুন: 'এই ধরনের হামলার চরম নিন্দা করছি', রবিনাকে হেনস্থা করার ঘটনায় অভিনেত্রীকে সমর্থন কঙ্গনার
আরও পড়ুন: নেই আলো, নেই জল, দেখা মেলেনি সেক্টর অফিসারেরও, ভোট করাতে গিয়ে চরম হয়রানির শিকার মহিলা ভোটকর্মীরা!
বর্তমানে এই ছবির প্রিপ্রোডাকশনের কাজ চলছে। জঙ্গলি প্রোডাকশন হাউজের প্রযোজনায় আসছে এই ছবিটি। বর্তমানে তাঁরা এ লিস্টের একটি সেরা পুরুষ অভিনেতাকে তাঁরা খুঁজছেন এই ছবির প্রধান মুখ হিসেবে যাঁকে রানি মুখোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে। সেপ্টেম্বর থেকে ২০২৪ সাল শেষ হওয়ার মধ্যেই এই ছবির কাজ শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে। ২০২৫ সালে মুক্তি পেতে পারে এটি।