বাংলা নিউজ > বায়োস্কোপ > Rani Mukherji on Aditya Chopra: 'যশ কাকুর মৃত্যুর পর', মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে নাড়িয়ে দিয়েছে আদিত্যকে?

Rani Mukherji on Aditya Chopra: 'যশ কাকুর মৃত্যুর পর', মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে নাড়িয়ে দিয়েছে আদিত্যকে?

মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে

Rani Mukherji on Aditya Chopra: মায়ের থেকেই মিসেস চ্যাটার্জির চরিত্র করার সাহস পেয়েছেন রানি? কী জানালেন মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির বিষয়ে?

মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে এক মায়ের চরিত্রে অভিনয় করবেন রানি। মায়েরা সন্তানদের জন্য কতদূর পর্যন্ত যেতে পারে সেটাই এই ছবি দেখাবে। আর এমন দৃঢ়চেতা, সাহসী এক চরিত্র করার জন্য মায়ের থেকেই সাহস পেয়েছেন বলে জানালেন রানি মুখোপাধ্যায়। তাঁর মা তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছেন বলে দাবি করেন অভিনেত্রী। সন্তানদের জন্য একজন মা যে একটা গোটা রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে পারে লড়তে পারে সেটাই যেন অসীমা ছিব্বারের এই ছবি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে।

মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে এক এনআরআই কাপলের গল্প ধরা পড়বে। এখানে উঠে আসবে সাগরিকা ভট্টাচার্য এবং অনুরূপ ভট্টাচার্যের জীবনের ঘটনা। রানি এই ছবির বিষয়ে কথা বলতে গিয়ে জানান ছবিতে কাজ করার সময় তিনি সাগরিকার সঙ্গে দেখা করেননি। তাঁদের সেই সময় আলাপ হয়নি। তিনি তাঁর মা, কৃষ্ণা মুখোপাধ্যায়কে যেভাবে দেখেছেন সেটাকেই পর্দায় তুলে আনার চেষ্টা করেছেন। তাঁর কথায়, 'অভিনেতা হিসেবে আমি আমার ভাবনা, বোধ বুদ্ধিকে চরিত্রের মধ্যে দিতে চেয়েছিলাম। আমি কোনও রকম ভার নিয়ে কাজটা করতে চাইনি। আমি এমন মানুষকে খুঁজে নিয়েছিলাম যার সঙ্গে এই চরিত্রের বাস্তবেও মিল আছে।'

তিনি আরও বলেন, 'অসীমার কাছে সাগরিকার বেশ কিছু ভিডিয়ো ছিল সেগুলোকে আমি রেফারেন্স হিসেবে দেখেছিলাম। কিন্তু বাকি পুরো চরিত্রটাই আমি আমার মায়ের থেকে অনুপ্রেরণা নিয়ে করেছি। আদ্যোপান্ত বাঙালি বধূ বলতে যা বোঝায়, উনি তাই। সে আমাদের হাতে করে খাইয়ে দেওয়া হোক বা মাথায় টিকা লাগানো হোক উনি সবটাই করতেন। আমি আমার শক্তি এবং অনুপ্রেরণা আমার মায়ের থেকে পেয়েছি।'

১০ মার্চ, শুক্রবার এই ছবির একটি প্রমোশনাল ইভেন্ট ছিল, সেখানে গিয়েই তিনি এই কথাগুলো বলেন। এই দিনের অনুষ্ঠানের সঞ্চালনা করেন করণ জোহর। রানির সঙ্গে উপস্থিত ছিলেন প্রযোজক নিখিল আডবানি। রানি বলেন, নিখিল তাঁর কাছে এক লাইনের স্ক্রিপ্ট নিয়ে গিয়েছিলেন আর তাঁকে না বলার কোনও অবকাশ দেননি। তিনি আরও বলেন, 'আমি নিখিলকে বলেছিলাম আমার ঝামেলা সইতে পারবে না। কিন্তু ও আমার সব শর্ত মেনে নেয়, আর না বলার কোনও সুযোগ দেয় না এই ছবির জন্য।'

মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিটির প্রযোজনা করেছেন মনীষা আডবানি, মধু ভোজওয়ানি, এবং নিখিল। এম্মে এন্টারটেইনমেন্ট এবং জি স্টুডিওজের তরফে এটির প্রযোজনা করা হচ্ছে। নিখিল ভারতীয়দের সঙ্গে বিদেশে ঘটা নানা ছবিকে পর্দায় তুলে ধরেছেন। এর আগে তিনি এয়ারলিফট ছবিটির প্রযোজনা করেছিলেন অক্ষয় কুমারের।

রানি এই ছবির বিষয় আরও জানান যে তাঁর স্বামী নাকি ট্রেলার দেখে ভীষণ শকড হয়ে গিয়েছিলেন। তাঁর কথা অন্যান্য, 'আদি ছবিটা দেখে শকড হয়ে গিয়েছিল। কোনও ছবি এর আগে ওকে এতটা নাড়া দেয়নি। যশ কাকু যখন মারা যখন তখন ওকে এতটা আঘাত পেতে দেখেছিলাম।' এই প্রসঙ্গে তিনি আরও বলেন, 'আজ ওরও সন্তান আছে, তাই গোটা বিষয়টা ওকে খুব আঘাত করেছে। ও ছবিটা দেখে আমায় সাইড হাগ করে বলেছিল খুব ভালো হয়েছে। এই মুহূর্তটা মনের রাখার মতো ছিল। কারণ ও আমার সামনে নয়, আমার পিছনে প্রশংসা করে। কিন্তু ছবিটা ওকে এতটাই নাড়িয়ে দিয়েছে যে সামলাতে পারেনি নিজেকে।'

আগামী ১৭ মার্চ মুক্তি পাচ্ছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। এখানে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে।

বায়োস্কোপ খবর

Latest News

‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.