আরজি কর কাণ্ডের মধ্যেই টলিউডে চলছে এক প্রকার তুলকালাম। একাধিক অভিনেত্রী ধীরে ধীরে তাঁদের সঙ্গে হওয়া যৌন হেনস্থার বিরুদ্ধ মুখ খুলেছেন। একই অভিযোগে অরিন্দম শীলকী সাসপেন্ড করে দিল ডিরেক্টরস গিল্ড। এমনকি করা হয়েছে FIR ও। এমন অবস্থায় দাঁড়িয়ে ইষ্টিকুটুম ধারাবাহিকের সেটের কোন ঘটনার কথা মনে করলেন রণিতা?
কী জানালেন রণিতা দাস?
একাধিক সিরিয়াল, সিনেমায় কাজ করেছেন। বাদ দেননি OTT মাধ্যমও। কিন্তু আর কোনও কিছুই তাঁকে সেই অর্থে বাহামণি ওরফে ইষ্টিকুটুম ধারাবাহিকের মতো জনপ্রিয়তা এনে দিতে পারেনি। আর সেটিই ছিল অভিনেত্রীর প্রথম কাজ। প্রথম অভিজ্ঞতা এই বিনোদন জগতে। এদিন সেই ধারাবাহিকের প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে রণিতা জানান, 'শ্যুটিং চলাকালীন যখন খুব চাও থাকত, চাপ যেত আমি কেঁদে ফেলতাম, এটা আমার এখনও মনে পড়ে। খালি মনে হতো আমি আর পারছি না। আমার মনে সবসময় একটাই প্রশ্ন চলতে থাকত, ভাবতে থাকতাম এরপর কী? একটা জায়গায় পৌঁছে যাওয়ার পর খালি এই ভাবনাই আসত।'
একই সঙ্গে এদিন রণিতা আরও জানান, 'আমার মনে হয় সেই সময় ব্যক্তি জীবন নিয়ে বড্ড বেশিই ভেবে ফেলেছিলাম। সেই সময় অতটা না ভাবলেও চলত বোধহয়। আমার মনে হয় যে সময়ে যেটা নিয়ে ভাবার কথা ছিল সেটার বদলে অন্য জিনিস নিয়ে বেশি ভেবে ফেলেছি আর কী!'
প্রসঙ্গত রণিতা দাসকে ইষ্টিকুটুম ধারাবাহিক ছাড়াও সোহাগী সিঁদুর, ধন্যি মেয়ে, ইত্যাদি ধারাবাহিকে দেখা গিয়েছে। আবার কাঞ্চনজঙ্ঘা, মায়ার মতো একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। বাদ দেননি OTT মাধ্যমও।