বহুদিন পর আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন রণিতা দাস এবং সৌপ্তিক চক্রবর্তী। অভিনেতা নয়, পরিচালক সৌপ্তিকের ছবিতে পেত্নী হয়ে ধরা দেবেন ছোট পর্দার বাহামণি। তাঁদের এই আসন্ন ছবির নাম দেবী। প্রাক্তনের সঙ্গে কাজ থেকে রসায়ন সম্পর্কে কী জানালেন অভিনেত্রী?
আরও পড়ুন: গঙ্গাসাগরে দেখনদারি জৌলুস নেই, তাই কুম্ভ-মুখী সবাই! বিরক্ত সুদীপা বললেন, 'সবটাই এখন হুজুগ...'
সৌপ্তিককে নিয়ে কী বললেন রণিতা?
সম্প্রতি কানাঘুষোয় শোনা যায় যে দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিচ্ছেদের পথে হেঁটেছেন রণিতা দাস এবং সৌপ্তিক চক্রবর্তী। এদিন এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে সেই জল্পনায় সিলমোহর দেন অভিনেত্রী। তবে জানান তাঁরা প্রাক্তন হলেও, আজও তাঁদের মধ্যে সুসম্পর্ক আছে। আজও তাঁরা বন্ধু।
নিজেদের রসায়ন বিষয়ে কথা বলতে গিয়ে রণিতা বলেন, 'আমরা দুজনই খুব ভালো বন্ধু। আর ভীষণই প্রফেশনাল। একে অন্যের প্রতি সম্পর্কের সমস্ত ওঠাপড়ার পরও সম্মান বজায় রেখেছি। যখন সম্পর্কে ছিলাম, তখন অশান্তি হলেও আমরা ঝগড়ায় সবসময় সংযমী হয়েই কথা বলেছি। স্পেস দরকার হয়েছে যখন তখন দুজন সম্মতিতেই সেটা দুজনকে দিয়েছি। কিন্তু কাজের ক্ষেত্রে কোনও জড়তার প্রশ্ন নেই।'
তিনি এদিন আরও বলেন, 'আজও সৌপ্তিকের মাথায় কোনও লেখা এলে সেটা আমাকেই আগে বলে। ইন্ডাস্ট্রির এখন যা অবস্থা প্রযোজকরা হাত গুটিয়ে নিচ্ছেন অধিকাংশ ক্ষেত্রে, অভিনেতা অভিনেত্রীদের অবস্থাও খারাপ। তখন ও যখন একটা চারাগাছে জল দিচ্ছেই ভাবলাম আমি একটু মাটি দিই।'
তবে আগামীতে অভিনেত্রীকে সৌপ্তিক চক্রবর্তীর ছবি দেবীতে দেখা গেলেও তিনি যে আগামীতে ছোট পর্দাতেও ফিরতে চলেছেন এদিন সেই ইঙ্গিতও দেন। তবে কোন চ্যানেলে, কোন সিরিয়ালে তাঁকে দেখা যাবে সেটা এখনই জানা যায়নি।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, প্রায় ১৪ বছর আগে ধন্যি মেয়ে ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিল সৌপ্তিক এবং রণিতাকে। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব এবং প্রেম হয়।