অভিনেতা এবং হোস্ট রণবিজয় সিংহ 'রোডিজ' -এর একজন গ্যাং লিডার হিসাবে ফের কাজে ফিরে আসা নিয়ে রিয়া চক্রবর্তীর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তাঁর মতে এটা রিয়ার জীবনের দ্বিতীয় সুযোগ, যা অভিনেত্রী নিজে তৈরি করে নিয়েছেন।
নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে রণবিজয় এই প্রসঙ্গে কথা বলেন। ২০২০ সালের জুনে রিয়া তাঁর সঙ্গী সুশান্ত সিং রাজপুতের মর্মান্তিক মৃত্যুর পরে যে অশান্তির মুখোমুখি হয়েছিলেন তা নিয়ে কথা বলেন রণবিজয়।
তাঁর মতে, এতে রিয়া মানসিক ভাবে কতখানি শক্তিশালী তার প্রমাণ পাওয়া যায়। সুশান্তের মৃত্যুর পর রিয়াকে কটাক্ষের শিকার হতে হয়েছিল, পড়তে হয়েছিল জনসাধারণের ক্ষোভের মুখে। শুধু তাই নয় তাঁর কার্যকলাপ নিয়ে নানা তদন্ত হয়েছিল। তাঁকে আইনি লড়াইয়ের শিকারও হতে হয়েছিল। অভিনেত্রীকে ২৮ দিন জেলে থাকতে হয়েছিল। শুধু তাই নয়। তাঁকে সামাজিক মাধ্যমেও যথেষ্ঠ হেনস্থা হতে হয়েছিল। দর্শকরা একপ্রকার তাঁকে বয়কটই করেছিলেন। কিন্তু এত সমস্যার সত্ত্বেও, ২০২৩ সালে 'রোডিজ' -এর হাত ধরে ফের বিনোদন জগতে পা রাখেন রিয়া।
আরও পড়ুন: ‘আধা-অনাথ’, 'ইন্ড্রাস্টিতে বহিরাগত ’ নিজেকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন বাদশা শাহরুখ খান?
রণবিজয় তুলে ধরেছেন কীভাবে রিয়ার এই কামব্যাক বহু মানুষকে অনুপ্রাণিত করেছে। রণবিজয়ের মতে, ‘অনেকে তাঁর সম্পর্কে অনেক খারাপ মন্তব্য করেছিলেন। কিন্তু কেউ এটা ভেবে দেখেননি যে তিনি এমন একজনকে হারিয়েছেন যাঁকে তিনি ভালোবাসতেন। তাঁর দোষ আছে না নেই তা জানার আগেই তাঁকে নানা ভাবে কটাক্ষের শিকার হতে হয়েছিল। যারা ওঁর সঙ্গে এমনটা করেছেন তাঁরা কি একবারও ভেবে দেখেছেন যে ওই পরিস্থিতির মধ্যে তাঁরা নিজেরা যাওয়ার কল্পনা করতে পারেন কিনা?’
তিনি রিয়ার শক্তির প্রশংসা করে বলেন, ‘রিয়া এই ঝড়ের মধ্য দিয়ে গিয়েও, নিজেকে শক্ত রেখেছিলেন। ওঁর মধ্যে যেকোনও পরিস্থিতে, যে কোনও বাধা পেরিয়ে মোকাবেলা করার শক্তি তৈরি হয়েছে। রোডিজে, কে কতটা জনপ্রিয়তা নিয়ে আসে সেটা দেখা হয় না। বরং এখানে এসে সে কতটা শক্তিশালী সেই হিসেবে নিজের পরিচয় গড়ে তোলে। আর রিয়া তাঁর জীবনের অভিজ্ঞতা এবং শক্তি নিয়ে এসেছিলেন, যা অন্যদের নানা সমস্যা কাটিয়ে উঠতে অনেকখানি অনুপ্রাণিত করেছিল।’
আরও পড়ুন: পুষ্পা ২-তে হিন্দু দেবদেবীর চিত্রায়নে আপত্তি? নারী বেশে আল্লুর ১৯ মিনিটের দৃশ্য বাদ সৌদি আরবে!
রিয়া যে মানসিক কষ্ট সহ্য করেছে তাও রণবিজয় স্বীকার করেছেন এবং কাজে ফেরার জন্য তাঁর সাহসের প্রশংসা করেছেন। তিনি বলেন, 'রোডিজ এই শোতে থাকা মানুষদের শক্তি দেয়। এখানে কেউ কোনও চরিত্রে অভিনয় করেন না। ষেই জায়গায় রিয়ার কামব্যাক সত্যি অনুপ্রেরণা যোগায়।