অনেকদিন আগেই নিজেদের ফ্যাশন ব্র্যান্ড বাজারে এনেছিলেন টলিউডের পাওয়ার কাপল হিসেবে পরিচিত নীল ভট্টাচার্য আর তৃণা সাহা। আর পুজোর আগেই সেই ব্র্যান্ডের ওয়েবসাইট লঞ্চ হল একেবারে ধুমধাম করে। বেশ বড় পার্টিও রেখেছিলেন তাঁরা।
আর সেই পার্টির অন্দরের ভিডিয়োই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা গেল অতিথি হিসেবে হাজির রণজয় বিষ্ণু আর শ্যামৌপ্তি মুদলি। বহুমাস ধরেই খবর, গুড্ডিতে কাজ করার পর থেকেই, রণজয় আর শ্যামৌপ্তি এসেছেন কাছাকাছি। দুজনে ডেটও করছেন। যদিও কেউই সেই খবরে অফিসিয়াল শিলমোহর দেননি। তবে নীল-তৃণার পার্টিতে একসঙ্গে হাজির হওয়া, সেই জল্পনার আগুনেই ঢালল ঘি।
বর্তমানে একসঙ্গে সিরিয়াল করছেন নীল আর শ্যমৌপ্তি। জি বাংলার অমর সঙ্গী-তে দেখা যাচ্ছে তাঁদেরকে। পার্টির মধ্যেকার ভিডিয়ো শেয়ার করেছে টলি অনলাইন। তাতে দেখা গেল, রণজয়কে দেখে জড়়িয়ে ধরেন নীল। এখানেই শেষ নয়, নীজের গায়ের বাহারি জ্যাকেট খুলে পরিয়েও দেন। এরপর যখন ডান্স ফ্লোরে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করতে থাকেন, তখন বেশ লাজুক দেখায় রণজয়কে। ওমা! রণজয়কে নিয়ে সেইসময় কিছু একটা বলতেও শোনা গেল শ্যামৌপ্তিকে নীলের কাছে, যদিও কোনও কথাই স্পষ্ট নয়, উচ্চস্বরে বাজতে থাকা গানের জন্য।
দেখুন সেই ভিডিয়ো-
প্রাক্তন প্রেমিকা সোহিনী সরকারের বিয়ের পর, বেশ বড় বিতর্কে জড়ান রণজয়। সোহিনীর বিয়ে নিয়ে তাঁর বিভিন্ন মিডিয়ায় দেওয়া বাইট, সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসকে ঘিরে কটাক্ষ করে, আরও এক প্রাক্তন প্রেমিকা সায়ন্তনী গুহঠাকুরতা লেখেন সোশ্যাল মিডিয়াতে, ‘প্রাক্তন প্রেমিকার বিয়ে হয়ে যাবার পর সেটা কে নিয়ে পাবলিশিটি করতে খুব কম গুণী মানুষই পারেন…’। এখানে দাবি করা হয়, নিজের গার্লফ্রেন্ডডের এটিএম কার্ডের মতো ব্যাবহার করেন রণজয়। আর অবাক করা ব্যাপার হল, এই পোস্টে লাইক করে নিজের সম্মতি জানায় সোহিনীও। এখানেই শেষ নয়, অভিনেতার আরও কিছু প্রাক্তনের মুখেও আসে এই সুর।
এরপরই নাকি প্রাক্তনের নামে অন্যান্যদের কাছে অকথা কুকথা বলতে শুরু করেন রণজয়। তারপর তাঁকে আইনি নোটিস ধরান সোহিনী ও সায়ন্তনী। তবে রণজয় বা এই দুই অভিনেত্রী, কেউই আর মুখ খোলেননি তা নিয়ে।
কদিন আগে দিদি নম্বর ওয়ানে রচনা বন্দ্যোপাধ্যায় রণজয়ের সঙ্গে প্রেম নিয়ে খোঁচা দেন শ্যামৌপ্তিকে। তখনও হেসে ব্যাপারটা উড়িয়েই দিয়েছিলেন অমর সঙ্গী সিরিয়ালের নায়িকা।