বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranojoy Bishnu: ‘বেশি কথা বলব না, তাহলে আরও ভেঙে পড়ব!’ বলতেই গলা ধরে এল রণজয় বিষ্ণুর, কী ঘটেছে?

Ranojoy Bishnu: ‘বেশি কথা বলব না, তাহলে আরও ভেঙে পড়ব!’ বলতেই গলা ধরে এল রণজয় বিষ্ণুর, কী ঘটেছে?

রণজয় বিষ্ণু

‘গুড্ডি’ ধারাবাহিক ও 'অনুজ' চরিত্রটি দেওয়ার জন্য পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানাতেও ভুললেন না রণজয়। বললেন, একটু বেশিই আবেগতাড়িত হয়ে পড়েছেন, সাধারণত তাঁর সঙ্গে এমনটা হয় না। অনুজকে খুব মিস করবেন বলেও জানালেন। বললেন, ‘বেশি কথা বলছি না, তাহলে আরও ভেঙে পড়ব।’

'এই মাত্র ফ্লোর থেকে এলাম। সব টেকনিশিয়ানস যাঁরা একসঙ্গে কাজ করেছি, তাঁদেরকে ধন্যবাদ জানিয়েছি। শেষবার 'অনুজ' হয়ে শ্যুটিং করলাম।' কথাগুলো বলতে বলতেই দীর্ঘশ্বাস ফেললেন অভিনেতা রণজয় বিষ্ণু। গলা ধরে এল তাঁর। একটু থেমে আবারও বললেন, ‘এটা কঠিন একটা যাত্রা। জীবনে অনেক চরিত্র করেছি, তবে টানা একবছর হয়ত এমন কোনও চরিত্র আমার সঙ্গে থাকেনি, বা কোনও চরিত্রকে এভাবে যাপন করিনি। এই অনুজ লোকটির রাগ, অভিমান, দম্ভ, গাম্ভীর্য, সব মিলিয়ে একটা কঠিন চরিত্র হয়ে উঠেছিল।’ ‘গুড্ডি’ ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং শেষে এভাবেই আবেগতাড়িত হয়ে পড়লেন অভিনেতা রণজয় বিষ্ণু। ভিডিয়ো পোস্ট করে ‘গুড্ডি’ ধারাবাহিক ও 'অনুজ' চরিত্রের সঙ্গে ধীরে ধীরে তাঁর জড়িয়ে পড়ার কথা জানালেন সকলকে।

‘গুড্ডি’ ধারাবাহিক ও 'অনুজ' চরিত্রটি দেওয়ার জন্য পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানাতেও ভুললেন না রণজয়। বললেন, একটু বেশিই আবেগতাড়িত হয়ে পড়েছেন, সাধারণত তাঁর সঙ্গে এমনটা হয় না। অনুজকে খুব মিস করবেন বলেও জানালেন। তবে এদিন বেশিক্ষণ কথা বলতে পারেন নি রণজয়। বললেন, ‘বেশি কথা বলছি না, তাহলে আরও ভেঙে পড়ব।’

আরও পড়ুন-জীবনে ফের প্রাক্তনের আনাগোনা! ভাঙছে শোভন-স্বস্তিকার প্রেম? মুখ খুললেন অভিনেত্রী

স্টারজলসার মেগা ধারাবাহিক 'গুড্ডি'র হাত ধরেই দীর্ঘ ৯ বছর পর টেলিভিশনের পর্দায় ফিরেছিলেন অভিনেতা রণজয় বিষ্ণু। ধারাবাহিকে আইপিএসস অফিসার 'অনুজ'-এর ভূমিকায় অভিনয় করছিলেন তিনি। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনী ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টের প্রযোজনায় চলছিল এই ধারাবাহিক। গত বছর ২৮ ফেব্রুয়ারি শুরু হয়েছিল 'গুড্ডি'র পথচলা। রণজয় বিষ্ণুর বিপরীতে ছিলেন শ্যামোপ্তি মুদলি ও মধুরিমা বসাক। ছিলেন অম্বরিশ ভট্টাচার্য, চন্দন সেন, সোহিনী সরকার, শঙ্কর চক্রবর্তী, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। সম্প্রতি শেষ হল ধারাবাহিকের শ্য়ুটিং।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন