'নমঃ নমঃজি শংঙ্করা, ভোলেনাথ শঙ্করা..', ব্যাকগ্রাউন্ডে চলছে এই গান, আর শিবের মাথায় জল ঢালছেন অভিনেতা রণজয় বিষ্ণু। শ্রাবণ মাস চলছে যে, তাই হয়ত এই সময়টা আর অনেকের মতোই শিবপুজোয় ব্রতী হলেন অভিনেতা। শুধু শিবপুজোই নয়, পুজোর পর শিবমন্দিরের সিঁড়িতে গিয়ে বসতেও দেখা গেল অভিনেতাকে। ধীরে ধীরে শুয়ে পড়লেন তিনি। এরপরই সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গেলেন রণজয়। মাথা গুঁজে পড়ে থাকতে দেখা গেল তাঁকে। এদিকে তখন ক্রমাগত বৃষ্টি পড়ছে। কী আবার হল?
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়ো দেখে শুরুতে এমনই নানান প্রশ্ন তুলছেন নেটিজেনরা। কিন্তু কী হল রণজয়ের? অসুস্থ নাকি?
আজ্ঞে নাহ, পুরো ভিডিয়োটি দেখলেই সবটা স্পষ্ট হয়ে যাবে। সবটাই আসলে ধারাবাহিকের শ্যুটিং। আর তাই তো রণজয় পড়ে থাকার কিছু সময় পর আবারও উঠতে সকলে বাহবা দিতে শুরু করলেন। বলে উঠলেন 'দারুণ দারুণ…'। আর রণজয় 'কোন গোপনে মন ভেসেছে' সিরিয়ালের জন্য এই শ্যুটিং করেছেন বৃষ্টিতে ভিজে।
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছেন রণজয় বিষ্ণু। লিখেছেন, ‘উফফ এই দিন টা ভুলবনা.. Kudos to the team . সবাই আমরা সকাল ৮:৩০ থেকে রাত ৮:৩০ অবধি ভিজে শুট করেছি…। বৃষ্টি ও থামেনি.. আমাদের কাজ ও থামেনি .. যেখানে নর্দমার জল ,বৃষ্টির জল , জমা জল সব এক হয়ে গেছে..। তার মাঝখানে আমি গড়াগড়ি দিচ্ছি.. আমার পিঠে , গায়ে,চুলে যে কি কি লেগেছে সেটা আর নাই বা বললাম .. look at my face ..at the end... (সবশেষে আমার মুখের দিকে দেখুন)। Anyway after this all hardwork... Did u liked the episode?’ (যাইহোক, আপনাদের কি শেষপর্যন্ত এই পর্বটি ভালো লেগেছে?)
অবিনেতা রণজয় বিষ্ণু আরও একটা ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে তাঁকে কাঁধে কলসী নিয়ে শিবের মাথায় জল ঢালতে দেখা যাচ্ছে। পরনে তাঁর সাদা ধুতি ও উত্তরীয়। খালি গা ও খালি পায়ে শিবের চারপাশে ঘুরে শিবের মূর্তিতে জল ঢাললেন রণজয়।
কোন গোপনে মন ভেসেছে এই ধারাবাহিকে রণজয়ের বিপরীতে দেখা যাচ্ছে শ্বেতা ভট্টাচার্যকে। ধারাবাহিকে শ্বেতার চরিত্রের নাম 'শ্যামলী'। দেখা যাচ্ছে শ্যামলীর প্রাণ রক্ষার জন্যই ঈশ্বরের দরবারে হাজির হয়েছেন রণজয় বিষ্ণু ওরফে অনিকেত মল্লিক।
প্রসঙ্গত, বহুদিন ধরেই সিনেমা ও সিরিয়ালে কাজ করছেন রণজয়, মাঝে অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে প্রেম ও বিচ্ছেদ এবং প্রাক্তনকে নিয়ে মুখ খোলার কারণে চর্চায় ছিলেন রণজয় বিষ্ণু।