বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranojoy Bishnu: বৃষ্টির মধ্যে মন্দিরের সিঁড়িতে বসে, হঠাৎই সিঁড়ি থেকে গড়িয়ে মুখ গুঁজে পড়ে রণজয়! ঠিক কী ঘটেছে?

Ranojoy Bishnu: বৃষ্টির মধ্যে মন্দিরের সিঁড়িতে বসে, হঠাৎই সিঁড়ি থেকে গড়িয়ে মুখ গুঁজে পড়ে রণজয়! ঠিক কী ঘটেছে?

রণজয় বিষ্ণু

পুজোর পর শিবমন্দিরের সিঁড়িতে গিয়ে বসতেও দেখা গেল অভিনেতাকে। ধীরে ধীরে শুয়ে পড়লেন তিনি। এরপরই সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গেলেন রণজয়। মাথা গুঁজে পড়ে থাকতে দেখা গেল তাঁকে। এদিকে তখন ক্রমাগত বৃষ্টি পড়ছে।

'নমঃ নমঃজি শংঙ্করা, ভোলেনাথ শঙ্করা..', ব্যাকগ্রাউন্ডে চলছে এই গান, আর শিবের মাথায় জল ঢালছেন অভিনেতা রণজয় বিষ্ণু। শ্রাবণ মাস চলছে যে, তাই হয়ত এই সময়টা আর অনেকের মতোই শিবপুজোয় ব্রতী হলেন অভিনেতা। শুধু শিবপুজোই নয়, পুজোর পর শিবমন্দিরের সিঁড়িতে গিয়ে বসতেও দেখা গেল অভিনেতাকে। ধীরে ধীরে শুয়ে পড়লেন তিনি। এরপরই সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গেলেন রণজয়। মাথা গুঁজে পড়ে থাকতে দেখা গেল তাঁকে। এদিকে তখন ক্রমাগত বৃষ্টি পড়ছে। কী আবার হল?

সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়ো দেখে শুরুতে এমনই নানান প্রশ্ন তুলছেন নেটিজেনরা। কিন্তু কী হল রণজয়ের? অসুস্থ নাকি?

আজ্ঞে নাহ, পুরো ভিডিয়োটি দেখলেই সবটা স্পষ্ট হয়ে যাবে। সবটাই আসলে ধারাবাহিকের শ্যুটিং। আর তাই তো রণজয় পড়ে থাকার কিছু সময় পর আবারও উঠতে সকলে বাহবা দিতে শুরু করলেন। বলে উঠলেন 'দারুণ দারুণ…'। আর রণজয় 'কোন গোপনে মন ভেসেছে' সিরিয়ালের জন্য এই শ্যুটিং করেছেন বৃষ্টিতে ভিজে। 

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছেন রণজয় বিষ্ণু। লিখেছেন, ‘উফফ এই দিন টা ভুলবনা.. Kudos to the team . সবাই আমরা সকাল ৮:৩০ থেকে রাত ৮:৩০ অবধি ভিজে শুট করেছি…। বৃষ্টি ও থামেনি.. আমাদের কাজ ও থামেনি .. যেখানে নর্দমার জল ,বৃষ্টির জল , জমা জল সব এক হয়ে গেছে..। তার মাঝখানে আমি গড়াগড়ি দিচ্ছি.. আমার পিঠে , গায়ে,চুলে যে কি কি লেগেছে সেটা আর নাই বা বললাম .. look at my face ..at the end... (সবশেষে আমার মুখের দিকে দেখুন)। Anyway after this all hardwork... Did u liked the episode?’ (যাইহোক, আপনাদের কি শেষপর্যন্ত এই পর্বটি ভালো লেগেছে?)

আরও পড়ুন-স্বৈরাচারী কন্যার জন্যই বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে, এই ঘটনাকে ধিক্কার জানাই, আর বলতে চাই…: বাঁধন

অবিনেতা রণজয় বিষ্ণু আরও একটা ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে তাঁকে কাঁধে কলসী নিয়ে শিবের মাথায় জল ঢালতে দেখা যাচ্ছে। পরনে তাঁর সাদা ধুতি ও উত্তরীয়। খালি গা ও খালি পায়ে শিবের চারপাশে ঘুরে শিবের মূর্তিতে জল ঢাললেন রণজয়।

কোন গোপনে মন ভেসেছে এই ধারাবাহিকে রণজয়ের বিপরীতে দেখা যাচ্ছে শ্বেতা ভট্টাচার্যকে। ধারাবাহিকে শ্বেতার চরিত্রের নাম 'শ্যামলী'। দেখা যাচ্ছে শ্যামলীর প্রাণ রক্ষার জন্যই ঈশ্বরের দরবারে হাজির হয়েছেন রণজয় বিষ্ণু ওরফে অনিকেত মল্লিক। 

প্রসঙ্গত, বহুদিন ধরেই সিনেমা ও সিরিয়ালে কাজ করছেন রণজয়, মাঝে অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে প্রেম ও বিচ্ছেদ এবং প্রাক্তনকে নিয়ে মুখ খোলার কারণে চর্চায় ছিলেন রণজয় বিষ্ণু।

বায়োস্কোপ খবর

Latest News

একাধিক ট্রেন বাতিল থাকবে ১ মাস! চলবে না বাংলার এক্সপ্রেসও, রইল পুরো তালিকা নতুন কুস্তি লিগের ঘোষণা সাক্ষী-গীতার, পাশে নেই ফেডারেশন ৫ বছরে নকল ভিসা তৈরি করে আয় ৩০০ কোটি টাকা! পুলিশের হাতে গ্রেফতার ৭ অভিযুক্ত সেবি প্রধান মাধবী বুচের বিরুদ্ধে হিন্ডেনবার্গের কটাক্ষ নিয়ে নির্মলা সীতারমন মুখ্যমন্ত্রীর গণেশ পুজোয় বলি সেলেবদের ভিড়, সলমন থেকে শিল্পা—সামিল একঝাঁক তারকা টেস্ট সিরিজ শুরুর আগে বিশেষ ফিল্ডিং অনুশীলন! টি দিলীপের সামনে ফার্স্ট বিরাটের দল প্রবল বর্ষণে রাজ্যের নানান প্রান্তে জল-যন্ত্রণা, প্রকাশ্যে করুণ পরিস্থিতি হলি সুন্দরীদের ফ্যাশন কা জলওয়া! খোলামেলা পোশাকে এমির রেড কার্পেটে নজরকাড়া কারা? সুদীপার ‘রান্নাঘর’-এ এবার কনীনিকা, ‘শো কীভাবে সাকসেসফুল হবে…’ চিন্তায় অভিনেত্রী! কালীঘাটে মমতা-জুনিয়র ডাক্তার রুদ্ধদ্বার বৈঠকের সময় বাইরে উঠল স্লোগান…ছবি একনজরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.