ক্রিসমাসে রাস্তার মাঝেই ভালোবেসে ভাল্লুক জড়িয়ে ধরল রণজয় বিষ্ণুকে! ভাবছেন এ কীভাবে সম্ভব! কৃত্রিম বুদ্ধিমত্তা থাকলে বর্তমানে অনেক কিছুই সম্ভব। এর আগে এই এ আইয়ের সাহায্য নিয়ে অনেক অভিনেতাই ধরা দিয়েছিলেন নানা বেশে। যেমন রাম রূপে রণবীর কাপুরকে দেখা গিয়েছিল। তাছাড়াও আধুনিক পোশাকে উত্তম কুমারকে একেবারে অভিনব রূপে দেখেছিলেন বাংলার সিনে-প্রেমিরা। আর এই সবই সম্ভব হয়েছিল কৃত্তিম বুদ্ধিমত্তার সহায়তায়। আর এবার বড়দিনে এই কৃত্রিম বুদ্ধিমত্তার ম্যজিকেই বেশ অন্যভাবে নিজেকে মেলে ধরলেন রনজয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় অভিনেতা ইন্সটাগ্রামে কিছু ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানেই প্রথম ছবিতে দেখা গিয়েছে, এই শহর কলকাতার গণ্ডি পেরিয়ে বিদেশের কোনও এক রাস্তায় অভিনেতা। তার পরনে কালো হাইনেক টি-শার্ট ও ব্রাউন জ্যাকেট সঙ্গে কালো জিন্স। আর তাঁর পাশেই দাঁড়িয়ে একটা পোলার বিয়ার। ক্রিসমাস উপলক্ষ্যে সে নায়ককে জড়িয়ে ধরছে। তার পরের ছবিতেই দেখা গিয়েছে সান্তার মতো লাল সাদা পোশাক পরে দেওয়া হেলান দিয়ে দাঁড়িয়ে রনজয়। তাঁর সামনে রাখা সাজানো একটা ক্রিসমাস ট্রি।
আরও পড়ুন: হিংসা-রক্ত দেখে দর্শকরা হলেই বমি করছে! এই ছবি 'পুষ্পা ২'কেও টেক্কা দিচ্ছে বক্স অফিসে
এরপরের ছবিতে অভিনেতাকে একটা বরফ ঢাকা রাস্তার উপর বড় হাস্কির সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তবে তারপরের ছবিতে মাথায় সান্তার টুপি পরে হাজির হন রণজয়। এছাড়াও বিদেশের ব্যস্ত রাস্তায় কালো ব্লেজার ও টাই পরে বেশ কয়েকটি ছবিতে ধরা দিয়েছেন তিনি।
আরও পড়ুন: গ্যাংটকে মাখো মাখো প্রেম শ্রুতি-স্বর্ণেন্দুর! জানেন বয়সের কত ফারাক দুজনের?
তবে এই সব কিছুকে ছাপিয়ে গিয়েছে অভিনেতার একটি মুভিং ছবি। সেখানে একেবারে হট লুকে নজর কেড়েছেন নায়ক। একটা ঘরের মধ্যে রণজয়, বাইরের বরফ ঢাকা রাস্তার কিছুটা ঝলক দেখা যাচ্ছে সেই ঘর থেকে। সেই ঘরে আলো, রঙিন বল দিয়ে সাজানো একটা ক্রিসমাস ট্রি রয়েছে। আর তার পাশ থেকে হেঁটে আসছেন নায়ক। তাঁর শার্টের সব বোতাম খোলা, আর সেখান থেকেই উঁকি মারছে সিক্স প্যাক অ্যাবস। অভিনেতার হাতে লাল র্যাপিং পেপার ও সোনালি ফিতে মোড়া একটা উপহার। অভিনেতা তাঁর এ আই জেরাটেড সব ছবিগুলি শেয়ার করে লিখেছেন ইটস অ্যান এ আই ক্রিসমাস, বাট ইটস ফান (কৃত্তিম বুদ্ধিমত্তার তৈরি ক্রিসমাস, তবে বেশ মজাদার)।
কাজের সূত্রে, অভিনেতাকে বর্তমানে জি বাংলার অন্যতম হিট মেগা 'কোন গোপনে মন ভেসেছে'তে নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে। তাঁর বিপরীতে রয়েছেন শ্বেতা ভট্টাচার্য।