সম্প্রতি প্রাক্তন রণজয় বিষ্ণুকে নিয়ে মুখ খুলেছেন সায়ন্তনী গুহঠাকুরতা। সেখানে তিনি জানিয়েছেন গুড্ডি খ্যাত অভিনেতা নাকি তাঁর সমস্ত প্রেমিকদের এটিএম কার্ড হিসেবে মনে করেন। লাভ রিঅ্যাক্ট করে সমর্থন করেছেন অভিনেতার আরেক প্রাক্তন সোহিনী সরকারও। এবার জবাবে কী জানালেন রণজয়?
আরও পড়ুন: 'ও অ্যাক্টর, তুমি কত - শত ছল করে...' নচিকেতাকে মহানায়ক সম্মান! কটাক্ষ করে কী লিখলেন ঋত্বিক - কিঞ্জল?
চারিদিকে রণজয়কে নিয়ে যে এত গসিপ সেই প্রসঙ্গে কী মত অভিনেতার?
আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি রণজয় জানিয়েছেন, 'আগে এসব নিয়ে ভাবতাম। তারপর দেখলাম এত ভেবে কিছু হয় না। আমার যেটা ভবিতব্য সেটাই হবে। এটা আমি মেনে নিয়েছি। নিজে মূল্যবোধ নিয়ে বাঁচি। জীবনের সময় বড় কম, সেটা কাজ করে, বই পড়ে কাটাচ্ছি।'
কিন্তু তাঁকে নিয়ে চারদিকে যে এত রটনা, এত গসিপ। সেটা নিয়ে কী মত? সম্প্রতি সোনা গিয়েছিল তিনি নাকি মিশমি দাসের সঙ্গে সম্পর্কে রয়েছেন, যদিও তাঁরা দুজনেই সেই জল্পনাকে নাকচ করেছেন। আবার এখন শোনা যাচ্ছে শ্যামৌপ্তির সঙ্গে নাকি তাঁর বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। এরই মধ্যে তাঁর প্রাক্তন সায়ন্তনী গুহঠাকুরতা জানিয়েছেন অভিনেতা নাকি তাঁর প্রেমিকাদের এটিএম কার্ডের মতো ব্যবহার করেন। সেই কথাকে আবার সমর্থন করেছেন সোহিনী সরকারও। এত গুঞ্জনের মধ্যে রণজয়ের সাফ উত্তর, 'আমাকে নিয়ে রটনায় ৮০ শতাংশই জল মেশানো থাকে। সবসময় আমার সম্পর্ক নিয়ে রটনা হয়, কই কাজ নিয়ে তো কেউ কথা বলেন না। সবসময় দুইয়ে দুইয়ে চার করতেই হবে? যখন প্রেম করব করব। কিন্তু তার আগে কেন এসব বলা হবে?'
আরও পড়ুন: অনন্ত রাধিকাকে ৪০ কোটির ফ্ল্যাট উপহার দিলেন শাহরুখ! অক্ষয় - রণবীররা কী দিলেন আম্বানি পুত্রকে?
একই সঙ্গে এদিন রণজয় জানান সোহিনী যাই বলুন বিচ্ছেদের পরও তিনি প্রাক্তনের ভালোই চান। তাঁর কথায়, 'সোহিনীকে ভালো অভিনেত্রী হিসেবে সম্মান করব চিরকাল।'