জনপ্রিয় ইউটিউবার রণদীপ আল্লাহবাড়িয়া ওরফে ‘বিয়ারবাইসেপস’-কে নিয়ে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। কিছুদিন আগেই ‘ইন্ডিয়ান গট ল্যাটেন্ট ’-এর একটি পর্বে রণবীরকে মজার ছলে বাবা-মায়ের যৌনতা নিয়ে মন্তব্য করতে দেখা যায়।
এক প্রতিযোগীকে প্রশ্ন করার সময় বাবা-মায়ের যৌনতা নিয়ে প্রশ্ন করেন রণবীর। রণবীরের এই কথা শুনে হেসে গড়িয়ে পড়েন উপস্থিত সকলের। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরেই রণবীরের নিন্দায় মুখর হন সকলে। এফআইআর দায়ের করা হয় রণবীরের বিরুদ্ধে।
এফআইআর দায়ের করার পরেই একটি ভিডিয়ো পোস্ট করেন এই জনপ্রিয় ইউটিউবার। সকলের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ব্যাপারটা একেবারেই মজাদার ছিল না। আমি ভুল বলেছি। কমেডি আমার বিষয় নয়। আমি শুধু বলতে চাই আমি খুব দুঃখিত। আমি কাউকে কোনওদিন অশ্রদ্ধা করি না। আমি ভীষণ দুঃখিত, আশা করি আপনারা সবাই আমায় ক্ষমা করে দেবেন।
আরও পড়ুন: মা-বাবার যৌনতা নিয়ে প্রশ্ন সন্তানকে! 'এটা আমাদের ভারতীয় সংস্কৃতি নয়…', কমছে না রোষ, রণবীরের শো বয়কট করলেন বি প্রাক
আরও পড়ুন: রি-রিলিজ হতেই বক্স অফিসে খালি ছক্কা নয়, বাড়ছে সনম তেরি কসমের শো সংখ্যাও! ৪ দিনে মোট কত আয় করল ছবি?
রণবীরের এই ক্ষমা চাওয়ার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় আরও একটি ভিডিয়ো। যদিও ভিডিয়োটি বেশ কয়েক মাসের পুরনো। ভারতী সিং-এর পডকাস্ট অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় রণবীরকে। কথায় কথায় রণবীরের পদবী নিয়ে প্রশ্ন করেন ভারতী।
আল্লাহবাড়িয়া, এই পদবীর উৎস সম্পর্কে জানতে চাওয়ায় রণবীর বলেন, এই পদবী পাওয়ার পেছনে দুটি গল্প রয়েছে। এটি আমার বাবা বলেছিলেন অন্যটি আমার কাকা। আমি জানি না কোনটা সত্যি কিন্তু দুটোই আমি বলব।
রণবীর বলেন, বাবা বলেছিলেন আমাদের আত্মীয়দের মধ্যে একজন কবি ছিলেন, হরিবংশ রাই শ্রীবাস্তব বচ্চনের মতো। আমাদের আসল পদবী অরোরা, আল্লাহবাড়িয়া আমাদের উপাধি। তবে সরকারি নথিতে অরোরা পদবীর কোনও উল্লেখ নেই।
আরও পড়ুন: স্কুলবাস থেকে নামছে দাদা, আধো স্বরে ‘দাদা-দাদা’ ডাক রাজ-শুভশ্রী কন্যা ইয়ালিনির! তারপর কী হল?
আরও পড়ুন: 'পথ চলা শুরু...', ১২ বছরের সম্পর্ক ভেঙেছে! ফের কাছাকাছি সৌপ্তিক-রণিতা, জুড়ছে ভাঙা প্রেম?
রণবীরের মুখে এই কথা শুনে ভারতী উত্তেজিত হয়ে বলেন, অরোরা মানে রণবীর আপনি পাঞ্জাবি। ভারতের মুখে এই কথা শুনে রণবীর বলেন, আমার দাদু শিখ ছিলেন। তবে আমার কাকা বলতেন, আমরা নাকি মূলত পাকিস্তানের মানুষ। পুরনো দিনে পাকিস্তানের পরিবারগুলিকে এক একটি উপাধি দেওয়া হতো শিক্ষার উপর নির্ভর করে।
রণবীর বলে চলেন, আমার প্রপিতা মোহ সম্ভবত এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। শিক্ষকতার দিক থেকে বিচার করে তাঁকে ইলম ওয়াদী উপাধি দেওয়া হয়েছিল। পরবর্তীকালে আমাদের গোটা পরিবার যখন ভারতে চলে আসে তখন সেই উপাধি পাল্টে হয়ে যায় আল্লাহবাড়িয়া। তবে এই দুটি গল্পের মধ্যে আসল সত্যিই কী তা আমি জানি না।