'বাবা-মায়ের যৌনতা দেখবে?' এমনই মন্তব্য করে বেজায় বিপকে ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া। ইউটিউব শো ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এ অতিথি হয়ে উপস্থিতির সময় রণবীরের অশ্লীল মন্তব্যে তাঁর বিরুদ্ধে গোটা দেশজুড়ে একাধিক অভিযোগে দায়ের হয়েছে। আর এবার সেই সমস্ত এফআইআর একত্রিত করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রণবীর।
তবে কিছুই লাভ হয়নি। দেশের শীর্ষ আদালতে গিয়েও ধাক্কা খেতে হল বিয়ার বাইসেপস-কে। রণবীরের আইনজীবী অভিনব চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে জানান, রণবীরের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। এদিকে শুক্রবারই ইউটিউবারকে ডেকে পাঠিয়েছেন অসম পুলিশ। তাই সমস্ত FIR- যাতে একত্রিত করা যায়, তাঁরা সেই আবেদন করছেন। পাশাপাশি দ্রুত ও জরুরি ভিত্তিতে শুনানির আবেদনও করেন তাঁরা।
তবে রণবীর আলাহাবাদিয়ার আইনজীবীর জরুরী ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বলেন, মামলার মৌখিক উল্লেখ অনুমদিত নয়। তবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের সমন্বয়ে গঠিত বেঞ্চ ইউটিউবারের আইনজীবী অভিনব চন্দ্রচূড়ের বক্তব্যের নোট করেন এবং বলেন যে তাঁদের আবেদনটি দুই-তিন দিনের মধ্যে তালিকাভুক্ত করা হবে।
আরও পড়ুন-‘বাবা-মায়ের যৌনতা’ নিয়ে বিতর্কিত মন্তব্য, FIR করল মহারাষ্ট্র সাইবার সেল, পদক্ষেপ সংসদেও
রণবীর আলাহাবাদিয়া বিতর্ক
রণবীর আলাহাবাদিয়া ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর এক প্রতিযোগীকে অশালীন প্রশ্ন করার পর থেকেই বিতর্ক শুরু হয়। রণবীর বলে বসেন ‘তোমার বাবা-মাকে সারা জীবন যৌন মিলন করতে দেখবে, নাকি একবার যোগ দিয়ে সেটা চিরতরে বন্ধ করে দেবে?’ রণবীরের এমন প্রশ্নে অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন ওই প্রতিযোগীও। আর এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। তীব্র নিন্দার মুখে পড়েন জনপ্রিয় এই ইউটিউবার। গোটা দেশে রণবীরের বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক মামলা।
মহারাষ্ট্রের সাইবার ডিপার্টমেন্ট পডকাস্টার রণবীর আলাহাবাদিয়া, কমেডিয়ান সময় রায়না এবং অন্যান্য শিল্পীদের বিরুদ্ধে অশ্লীল বিষয়বস্তু তৈরির অভিযোগে এফআইআর দায়ের করেছে। এবিষয়ে মুম্বই পুলিশ আধিকারিক জানিয়েছেন, সাইবার বিভাগ আইটি আইনের প্রাসঙ্গিক ধারায় মামলাটি নথিভুক্ত করেছে এবং কমেডি শোয়ের সমস্ত পর্ব (মোট ১৮ টি) - সরিয়ে ফেলার দাবি জানিয়েছে। তদন্তে নেমে সাইবার বিভাগ জানতে পেরেছে, অনুষ্ঠানে অংশগ্রহণকারী এবং অতিথি-সহ সংশ্লিষ্ট অন্যান্যদের 'অশ্লীল ও অশ্লীল' ভাষা ব্যবহার করতে দেখা গিয়েছে।
অসম পুলিশ রণবীর ও তাঁর সহকর্মী ইউটিউবার আশিস চঞ্চলানিকে নতুন করে সমন পাঠিয়েছে, যিনিও কিনা ওই প্যানেলের অংশও ছিলেন। যদিও ঘটনার পর রণবীর জনসমক্ষে ক্ষমা চেয়ে নিয়েছেন। তবে তাতে চিঁড়ে ভেজেনি।