ইন্ডিয়াস গট ল্যাটেন্ট নামক একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসে আচমকাই বাবা-মায়ের যৌন জীবন নিয়ে মন্তব্য করে বসেন বিখ্যাত ইউটিউবার রণবীর আল্লাহবাড়িয়া, যার প্রভাব পেশাগত এবং ব্যক্তিগত জীবনে ব্যাপকভাবে পরে।
রণবীরের গার্লফ্রেন্ড নিক্কি কিছুদিন আগেই আনফলো করে দেন ইউটিউবারকে। তারকারা রণবীরের কঠিন শাস্তির দাবি জানান। রণবীরের বিরুদ্ধে করা হয় FIR। সোশ্যাল মিডিয়ায় হু হু করে কমে যাচ্ছে রণবীরের ভক্ত সংখ্যা। তবে এত কিছুর মধ্যেও এমন একজন ভক্ত রয়েছেন, যিনি আজও প্রাণ দিয়ে ভালবাসেন রনবীরকে। বিয়ে না করেও নিজেকে রনবীরের স্ত্রী বলে দাবী করেন তিনি।
আরও পড়ুন: জমাটি অ্যাকশনেও দুর্বল প্রথম ভাগ, শিউরে ওঠা সেকেন্ড হাফে তাক লাগালেন ভিকি! কেমন হল ছাবা?
আরও পড়ুন: ‘বাবা-মায়ের যৌনতা’ নিয়ে মন্তব্যে দেশজুড়ে রোষের মুখে, সু্প্রিম কোর্টের দ্বারস্থ রণবীর আলাহাবাদিয়া
রণবীরের কোটি কোটি ভক্তদের মধ্যে অন্যতম একজন ভক্ত হলেন রোহিনি আরজু। পেশায় তিনি একজন পশু চিকিৎসক। রণবীরের প্রতি রোহিনীর ভালোবাসা যে কতটা গভীর, তা তাঁর Instagram দেখলেই স্পষ্ট হয়ে যায়। বিয়ে না করেও শুধুমাত্র ভালোবেসে প্রতিবছর রণবীরের উদ্দেশ্যে করওয়া চৌথ পালন করেন রোহিনী।
রণবীরের প্রতি রোহিনীর ভালোবাসা দেখে পাগলামো মনে হতে পারে, যদিও রোহিনীও এই কথায় একমত। রোহিনীর মতে, অনেকে আমাকে নিয়ে ঠাট্টা করতে ভালোবাসেন। অনেকে আমাকে পাগল বলেও মনে করেন। তবে আমার এতে কিছু যায় আসে না। আমি রণবীরকে অনন্তকাল ভালোবেসে যাব। সারা জীবন অপেক্ষা করব ওর জন্য। আমরা শীঘ্রই স্বামী-স্ত্রী হব।
কিছুদিন আগেই অর্থাৎ রণবীরের চুমু বিতর্কের মধ্যেই আলিঙ্গন দিবস উপলক্ষে একটি পোস্ট করেছিলেন রোহিনী যেখানে একটি লাল পোশাক পরে তিনি রণবীরের ছবিকে আলিঙ্গন করছেন। ছবিটি পোস্ট করে তিনি লেখেন, ভালোবাসা সঠিক, ভুল দেখে না। সামাজিক সমস্ত বাধা নিষেধ অতিক্রম হয়ে যায় ভালবাসার কাছে। আমার কাছে তোমার জন্য রয়েছে শুধুই ভালোবাসা। নিঃস্বার্থ ভালোবাসা। আমি আমার স্বামীকে সেই ভালোবাসা দিতে চাই। শুভ আলিঙ্গন দিবস।
আরও পড়ুন: হিমাচলি টুপি মাথায় ফ্রান্সে মোদী! উচ্ছ্বাস পাহাড়ি কন্য়ে কঙ্গনার, কী লিখলেন কুইন
আরও পড়ুন: প্রেমের দিনে দেবলীনার 'নীল খামে' মোড়া বার্তা, ভ্যালেন্টাইন্স ডে কীভাবে কাটাবেন তিনি?
রণবীরের মতো না হলেও রোহিনীরও ইনস্টাগ্রামে ভক্তসংখ্যা নেহাত মন্দ নয়। প্রায় ৪৭ হাজারের বেশি ভক্ত রয়েছেন রোহিনীর, কিন্তু তাঁর মন যে শুধুমাত্র রনবীরের। নিজের শরীরে ভালোবাসার মানুষের নামে ট্যাটু করা থেকে শুরু করে মেহেন্দি পরা, এসব কিছুই এক অভিনব ভালবাসার লক্ষণ।