সম্প্রতি সময় রায়নার শো থেকে একটি ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রণবীর আল্লাহবাড়িয়া ওরফে বিয়ারবাইসেপস বাবা মায়ের যৌনতা নিয়ে সন্তানকে প্রশ্ন করছেন। সেটাই এদিন সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ে। নেটপাড়া চরম কটাক্ষ করে তাঁকে এদিন এই মন্তব্যের জন্য। বাদ যাননি কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথ।
আরও পড়ুন: গৌতম আদানির ছেলেরও প্রোফাইল ছিল শাদি ডট কমে! জিতের বিয়েতে অদ্ভুত উপহার ম্যাট্রিমনি সাইটের CEO-র
কী ঘটেছে?
এদিন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে রণবীর আল্লাহবাড়িয়া সময় রায়নার শোয়ের এক প্রতিযোগীর উদ্দেশ্যে বলছেন, 'আপনি কি আপনার বাবা মাকে আজীবন সেক্স করতে দেখবেন নাকি আপনিও তাতে একবার যোগ দিয়ে সেটাকে চিরতরে বন্ধ করবেন?' তাঁর এই কথা শুনে হতবাক হয়ে যান শোয়ের বাকিরাও। চমকে ওঠেন। সময় রায়না বলেন, 'এগুলো সব ওর পডকাস্টের বাতিল হওয়া প্রশ্ন।' বাকিদের আবার বলতে শোনা যায়, 'কী দারুণ একটা প্রশ্ন।'
এটা পোস্ট করে এক ব্যক্তি লেখেন, 'আমাদের নোংরামনস্ক ক্রিয়েটরদের সঙ্গে আলাপ করুন যাঁরা আমাদের দেশের ক্রিয়েটিভ ইকোনমিকে আকার দিচ্ছেন।।আমি নিশ্চিত এঁদের লক্ষ লক্ষ ফলোয়ার। এই কনটেন্টটি কিন্তু মোটেই অ্যাডাল্ট কনটেন্ট হিসেবে চিহ্নিত নয়। যে কোনও বাচ্চারাও এটা দেখে ফেলতে পারে। এঁদের কোনও দায়বদ্ধতা নেই। আমি অবাক হলাম না যে দর্শকও এমন একটা প্রশ্ন শুনে হাসতে পারে দেখে।'
এই পোস্টটি শেয়ার করেন কংগ্রেস নেত্রী তথা মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথ। তিনি এদিন এটি এক্স হ্যান্ডেলে রিটুইট করে লেখেন, 'এটা কোনও ভাবেই ক্রিয়েটিভ নয়। এটা নোংরামো। আর নোংরামোকে আমরা নরমালাইজ করতে পারি না।'
অনেকেই এই পোস্টে সুপ্রিয়া শ্রীনাথকে সমর্থন করেছেন। কেউ রণবীরের ভাবনা চিন্তা নিয়ে প্রশ্ন তোলেন তো কেউ শালীনতা নিয়ে। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো এই ভিডিয়ো ইতিমধ্যেও কয়েক লক্ষ বার দেখা হয়েছে। শেয়ার হয়েছে বহুবার।