ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া ওরফে বিয়ারবাইসেপসকে সময় রায়নার শোতে তাঁর মন্তব্যের জন্য যে ট্রোলিং করা হচ্ছে তা কি ওঁর প্রাপ্য? নাকি এই ঘটনাটি রাবার ব্যান্ডের মতো অহেতুক টেনে টেনে বড় করা হচ্ছে, যাতে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় থেকে নজর সরে যায় সাধারণ মানুষের? এই বিতর্কে বর্তমানে স্যোশাল মিডিয়া দুভাগে বিভক্ত।
আর এর মাঝেই একজন দর্শক, তিনি এই বিশেষ পর্বের লাইভ শোটি দেখেছিলেন তিনি প্যানেলে থাকা সময়ের সহ-বিচারক রণবীরের 'বাবা-মায়ের যৌনতা প্রসঙ্গে' করা প্রশ্নটি জিজ্ঞাসা করার পর তাঁরা কী কী করেছিলেন সেটি জানান একটি ভিডিয়োর মাধ্যমে।
আরও পড়ুন: দ্বিতীয় বিয়ের পর তাহসানের সঙ্গে মিথিলার সম্পর্ক ঠিক কেমন? মুখ খুললেন নায়িকা
তিনি তাঁর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন। যা পরে ভাইরাল হয়ে যায়। ভিডিয়োয় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, 'আমি সেই পর্বের শ্যুটের সময় ওখানেই উপস্থিত ছিলাম। আমি জানি তারপর কী কী হয়েছিল। আমি দর্শকাসনে ছিলাম। সেই ছেলেটা এসেছিল, রণবীর তাঁকে ওই সব প্রশ্ন জিজ্ঞাসা করে। তাঁর সঙ্গে এই রসিকতা করার পর রণবীর প্রায় ৩-৪ বার ওঁকে জিজ্ঞাসা ‘সরি, তুমি কিছু মনে করনি তো?’ আমি জানি একটা 'সরি' সব কিছু ঠিক করতে পারে না, কিন্তু তিনি ওই প্রতিযোগীর কথা ভাবছিলেন। তারপর আরও কিছুক্ষণ ওঁদের মধ্যে কথা হয়েছিল। তারপর সময় ওঁকে জিজ্ঞাসা করে যে সব ঠিক আছে কিনা। তারপর এই সব হওয়ার পর ওই ছেলেটি জিতে যায়।'
ওই ব্যক্তি আরও বলেন, ‘কেউ জিতে যাওয়ার পর উল্লাস তো করেই। তখন সবাই মিলে উদযাপন করে। এখানেও তাই হয়েছিল বিচারকরাও তাঁর কাছে গিয়েছিল। রণবীরও ওঁর কাছে যায় ওঁকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে যে ‘ভাই তুমি ঠিক আছো? সরি কিছু মনে করো না, সবটাই রসিকতা করে বলা।' সময়ও তখন বলে ‘তুই পেরেছিস ভাই’ ইত্যাদি। ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার হওয়ার পরেই রণবীরের সমর্থনে সরব হয়েছেন বহু নেটিজেন। একজন ভক্ত ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, 'ঘৃণা ছড়ানো লোকেরা এত খারাপ। এটা তাঁদের জানা দরকার।' অন্য একজন মন্তব্য করেছেন, ‘এর জন্য আপনাকে ধন্যবাদ। ঘৃণা অপ্রয়োজনীয়।’
অন্যদিকে, আগেই রণবীর তাঁর মন্তব্যকে 'অসংবেদনশীল ও অসম্মানজনক' বলে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছিলেন। কিন্তু যখন তিনি প্রকাশ করলেন যে তাঁর এবং তাঁর পরিবারকে স্যোশাল মিডিয়ায় মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে, তখন ভক্তরা হতবাক হয়ে গিয়েছিলেন।