রবিবার (২৯ অক্টোবর) অ্যান্টিলিয়ায় অলিম্পিক ও প্যারালিম্পিক জয়ীদের জন্য বিশেষ সেলিব্রেশনের আয়োজন করেন নীতা আম্বানি। হাই প্রোফাইল গেস্ট তালিকায় ছিলেন বলিউডেরও কিছু তারকা। যার মধ্যে অন্যতম রণবীর সিং। গত ৮ সেপ্টেম্বর স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে কন্যা সন্তানকে স্বাগত জানানোর পর, এই প্রথম জনসমক্ষে এলেন তিনি। একটি গাঢ় রঙের স্যুটে দেখা মিলল তাঁর।
পাপারাৎজিদের জন্য পোজ দেওয়ার পর তিনি নিজেই এগিয়ে আসেন শুভেচ্ছা জানানো ফোটোগ্রাফারদের সঙ্গে হাত মেলাতে। আর তারপরই উৎসাহে বেশ জোরেই বলে ওঠেন, ‘বাবা হয়ে গেছি রে…’! আর এই বিশেষ মুহূর্তটি মন জয় করে নিয়েছে সকলের। একজন কমেন্টে লিখলেন, ‘ওহ মাই গড! কী খুশি ও’। আরেকজন বললেন, ‘রণবীর সেরা বাবা। কোনো কথা হবে না’। তৃতীয়জনের মন্তব্য, ‘আমরা এবার বাচ্চাটা দেখতে চাই’।
আরও পড়ুন: আরজি কর নিয়ে প্রতিবাদ করা ছেলের নোংরা কটাক্ষ নুসরতের স্তন নিয়ে, সরব শ্রীলেখা
রণবীর তাঁর স্বভাব অনুযায়ী চুটিয়ে মজা করেছেন এই পার্টিতে। একটি ছবিতে তাঁকে অনন্ত আম্বানি ও বক্সার বিজেন্দর সিংয়ের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে।
এছাড়াও ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে অভিনেতার আরেকটি ভিডিয়ো, যা হোস্ট মুকেশ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গে তাঁর আড্ডা জমানোর।
আরও পড়ুন: 'ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে ভাবিনি', দাদাসাহেব ফালকে পেয়ে বললেন মিঠুন
কাজের ফ্রন্টে, রণবীরকে আগামীতে রোহিত শেঠির দিওয়ালি-তে মুক্তি পেতে চলা সিংঘম এগেইন-এ দেখা যাবে।
গত বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে ওয়ার্কআউট সেশনের ছবি পোস্ট করেছিলেন রণবীর। বাবা হওয়ার পর এটাই তাঁর প্রথম পোস্ট ছিল। সেখানে তাঁর পেশিবহুল চেহারা আর চাপদাড়িতে দেখ ফিদা ভক্তরা। নীল শর্টস এবং সাদা স্যান্ডো গেঞ্জিতে ধরা দিয়েছিলেন দীপিকার বর।
গত ফেব্রুয়ারি মাসে প্রথম মা হওয়ার কথা প্রকাশ্যে এনেছিলেন দীপিকা-রণবীর। তারপর কম কটাক্ষ শুনতে হয়নি তাঁদের। শুরুতে অনেকেই পদ্মাবত অভিনেত্রীর প্রেগন্যান্সিকে ভুয়ো বলে দাবি করে, এমনকী এও বলা হয় নকল বেবিবাম্প পরছেন তিনি। দীপিকা নাকি সারোগেসির মাধ্যমে মা হচ্ছেন। তবে সেই সব খবর যে ভিত্তিহীন, তা প্রমাণ করে দেন দীপিকা। আপতত মেয়েকে নিয়েই ব্যস্ত তিনি, নায়িকা রয়েছেন মাতৃত্বকালীন ছুটিতে।