বাংলা নিউজ > বায়োস্কোপ > Ambani Wedding: অনন্তের বরযাত্রী না পাড়ার ভাসান বোঝা দায়! রাস্তায় শুয়ে নাগিন ড্যান্স করলেন রণবীর সিং-বীর পাহাড়িয়া!

Ambani Wedding: অনন্তের বরযাত্রী না পাড়ার ভাসান বোঝা দায়! রাস্তায় শুয়ে নাগিন ড্যান্স করলেন রণবীর সিং-বীর পাহাড়িয়া!

রাস্তায় শুয়ে নাগিন ড্যান্স করলেন রণবীর সিং-বীর পাহাড়িয়া

Ranveer at Anant-Radhika Wedding: অনন্ত রাধিকার বিয়ের পর্ব মিটলেও এই গ্র্যান্ড বিয়ের হ্যাঙ্গভার যেন এখনও কাটেনি ভারতবাসীর। এর মধ্যেই ভাইরাল হল রণবীর সিং এবং বীর পাহাড়িয়ার নাগিন ড্যান্সের ভিডিয়ো।

ঠিক যেন পাড়ার ভাসান। দুর্গাপুজোর ভাসানে দেখবেন প্রতি পাড়ায় এমন এক আধজন থাকেনই যাঁরা আর কিছু পারুক আর নাই পারুক নাগিন বা সাপুড়ে ড্যান্স জমিয়ে করেন। মানেই ওটাই হুক স্টেপ হয়ে যায় আর কী! অনন্ত আম্বানির বরযাত্রীর ক্ষেত্রে সেই 'কিছু মানুষ' হয়ে গিয়েছিলেন রণবীর সিং এবং বীর পাহাড়িয়া! তাঁরা রীতিমত রাস্তায় শুয়ে নাগিন ড্যান্স করেছিলেন সেদিন। প্রকাশ্যে আসতেই নিমেষে ভাইরাল হল সেই ভিডিয়ো।

আরও পড়ুন: খালি চোখ ধাঁধানো আয়োজন নয়, অনন্ত-রাধিকার বিয়েতে চলছে সমাজসেবাও! অ্যান্টিলায় জারি দুঃস্থদের খাবার বিতরণ

অনন্ত-রাধিকার বিয়েতে রণবীরের নাগিন ড্যান্স

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে রণবীর এবং বীর দুজনেই ঢোলের আওয়াজের সঙ্গে জমিয়ে নাচ করছেন। তখন তাঁদের সঙ্গে যোগ দেন অর্জুন কাপুর। এরপরই বীর পাহাড়িয়াকে সাপুড়ে হয়ে নাচতে দেখা যায়। আর রাস্তায় শুয়ে নাগিন ড্যান্স শুরু করে দেন রণবীর। পরে আবার বীর রাস্তায় শুয়ে গড়াগড়ি খান আর রণবীর তাঁর সামনে হাঁটু গেড়ে বসে বীণ বাজানোর অঙ্গভঙ্গি করতে থাকেন।

তাঁদের এই ভিডিয়ো দেখে হেসে খুন সকলেই। কেউ কেউ লেখেন যে রণবীর এবং বীর পাহাড়িয়াকে নাকি বেশি পয়সা দেওয়া হয়েছে এই পারফরমেন্সের জন্য।

অনন্ত রাধিকার বিয়ে প্রসঙ্গে

অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্ট গত ১২ জুলাই বিয়ে করলেন। গত শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল তাঁদের বিয়ের আসর। তিন দিন ধরে চলল বিয়ে। শুভ বিবাহ দিয়ে অনুষ্ঠান শুরু হওয়ার পর ১৩ জুলাই অনুষ্ঠিত হয় শুভ আশীর্বাদ অনুষ্ঠান। এবং মঙ্গল উৎসব বা রিসেপশন অনুষ্ঠিত হয় ১৪ জুলাই।

আরও পড়ুন: অনন্ত-রাধিকার বিয়েতে রিলায়েন্স কর্মীদের বিশেষ উপহার আম্বানি পরিবারের! ডালিতে কী কী ছিল?

আরও পড়ুন: হার্ট প্রতিস্থাপন করতে চাই ৫০ লাখ! বাধ্য হয়ে ক্রাউড ফান্ডিং করছেন ক্রেজি ৪ ছবির পরিচালক জয়দীপ সেন

এর আগে তাঁদের দুটো প্রিওয়েডিং আয়োজিত হয়েছে। একটি গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হয়েছে এক সপ্তাহ ধরে। আরেকটি ইতালির আলিশান ক্রুজে। সমস্ত অনুষ্ঠানের ছবি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল। বিয়ের আগে সঙ্গীত থেকে শুরু করে গায়ে হলুদ, গরবা অনুষ্ঠান, গ্রহ শান্তির পুজো সবই অনুষ্ঠিত হয়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক গায়ক যেমন অ্যাডেলে, ড্রেক, লানা ডেল রে পারফর্ম করছেন অনন্ত রাধিকার বিয়েতে। এছাড়া বেশ কিছু ভারতীয় সঙ্গীত শিল্পীরাও ছিলেন। শ্রেয়া ঘোষাল প্রিওয়েডিংয়ের পর অনন্ত রাধিকার বিয়েতেও পারফর্ম করেছেন। এছাড়া ছিলেন সোনু নিগম, শঙ্কর মহা দেবন, হরিহরণ, কৌশিকী চক্রবর্তী, প্রমুখ।

বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল রবিতে বৃষ্টি হবে, সোমে ভারী বর্ষণ শুরু, মঙ্গল থেকে আরও বাড়বে, কোথায় সতর্কতা? মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল ৭ অগস্ট স্বপ্ন ভেঙেছিল, ১ মাস পরে সেই ‘ডিসকোয়ালিফিকেশন’-র কারণে সোনা পেল ভারত! ২ মিনিটে ২ ঐতিহাসিক পদক ভারতের! ২০০ মিটারে সিমরান, জ্যাভেলিনে নভদীপ, মোট কত হল? 'পাপের ঘড়া উলটোয়, ২০ বছর সময় লাগল, সে লাগুক…',অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫… 'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.