বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranveer Singh: ‘কিছু লোকজনের আমাকে নিয়ে সমস্যা আছে, বাঁকা চোখে তাকান’, সরব রণবীর

Ranveer Singh: ‘কিছু লোকজনের আমাকে নিয়ে সমস্যা আছে, বাঁকা চোখে তাকান’, সরব রণবীর

রণবীর সিং

সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি পোস্ট করে রণবীর সিং লেখেন, দুনিয়া তোমাকে পিছনের দিকে টানবে, তোমাকে তার মধ্যে থেকেই উঠে দাঁড়াতে হবে। রণবীরের এই বিজ্ঞাপনের ভিডিয়োটি নিচে উঠে এসেছে বিভিন্ন মন্তব্য। কেউ লিখেছেন, বিজ্ঞাপন হলেও সত্যি কথাই তুলে ধরা হয়েছে।

কেউ বলেন, 'ওঁকে তো জোকারের মতো লাগে', কারোর দাবি, ‘নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়েছে নাকি!’ কারোর আবার কটাক্ষ, ‘নজরে আসার জন্য যা খুশি করতে থাকে।’ এমনই নানান কথা শুনতে হচ্ছে রণবীর সিং-কে। তাঁর সামনেই একজন বাবা তাঁর ছেলেকে বলেন, ‘এন্টারটেইনমেন্ট দুনিয়ায় যোগ দেওয়া কোনও কাজের কথা নয়।’ সঙ্গে সঙ্গে ছেলেটিকে ডেকে নিয়ে রণবীরের উপদেশ ছিল, 'সবার কথা শোনো, তবে সেটাই করো, যেটা মন চায়।' সম্প্রতি তাঁকে নিয়ে নিন্দুকেদের সমালোচনা নিয়ে এমনই একটি ভিডিয়ো পোস্ট করেছেন রণবীর সিং।

যদিও ভিডিয়োটি একটি পানীয়র বিজ্ঞাপনের। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি পোস্ট করে রণবীর সিং লেখেন, দুনিয়া তোমাকে পিছনের দিকে টানবে, তোমাকে তার মধ্যে থেকেই উঠে দাঁড়াতে হবে। বিজ্ঞাপনের শুরুতেই অভিনেতাকে বলতে শোনা গিয়ছেন, কিছু লোকনের আমাকে নিয়ে সমস্যা আছে। রণবীরের এই বিজ্ঞাপনের ভিডিয়োটি নিচে উঠে এসেছে বিভিন্ন মন্তব্য। কেউ লিখেছেন, বিজ্ঞাপন হলেও সত্যি কথাই তুলে ধরা হয়েছে।' কারোর কথায়, ‘হারি বাজিই তো জিততে হবে’। কারোর মন্তব্য, ‘যে ব্যক্তি সুখে হোক বা দুঃখ হোক, সর্বত্র নিজের মতোই দেখেন, তিনিই শ্রেষ্ঠ বলে বিবেচিত হন।’

সফল অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও এই মুহূর্তে কেরিয়ারে বিশেষ ভালো পরিস্থিতিতে নেই রণবীর সিং। ২০২২-এ মুক্তি পাওয়া রণবীর সিং-এর ‘জয়েশভাই জোর্দার’ এবং ‘সার্কাস’, যে দুটিই বক্স অফিসে সেভাবে ছাপ ফেলতে পারেনি। খুব শীঘ্রই রণবীরকে দেখা যাবে করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে।

অতি সম্প্রতি 'পেপসি'র তরফে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রণবীর সিং-কে নিয়োগ করা হয়েছে। এর আগে এই পানীয় সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে দেখা গিয়েছে সলমন খান (২০১৯), কেজিএফ তারকা যশ-বেশকিছুদিন এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। আর এবার হলেন রণবীর সিং।প্রসঙ্গত, ব্র্যান্ড র‍্যাঙ্কিং-এ ২০২১ সাল থেকে ভালো জায়গায় রয়েছেন রণবীর সিং। ডাফ অ্যান্ড ফেল্পস রিপোর্ট অনুসারে, রণবীরের ব্র্যান্ডের মূল্য ১৫৮.৩ মিলিয়ন ডলার। ক্রিকেটার বিরাট কোহলির পরেই রয়েছেন তিনি। মোট ৪৫টি ব্র্যান্ড এনডোর্স করেন রণবীর সিং।

 

বন্ধ করুন