বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranveer Singh turns emotional- 'তোর বাবা আছে তো!' ৫০ হাজার টাকায় পোর্টফোলিও, স্মৃতিচারণায় চোখে জল রণবীরের

Ranveer Singh turns emotional- 'তোর বাবা আছে তো!' ৫০ হাজার টাকায় পোর্টফোলিও, স্মৃতিচারণায় চোখে জল রণবীরের

একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়েন রণবীর

Ranveer Singh recalls his dad's word: সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়েন রণবীর। কী জানালেন তিনি?

দুবাইয়ের একটি অনুষ্ঠানে রণবীর সিংকে সম্মান জানানো হল। সেই অনুষ্ঠানে তাঁর সঙ্গে জাহ্নবী কাপুর, গোবিন্দ, সানি লিওন, সহ বলিউডের একাধিক তারকারা উপস্থিত ছিলেন। রণবীরকে সেরা সুপারস্টারের খেতাব দেওয়া হয় এই অনুষ্ঠানে। এই সম্মান পেয়েই আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা। তিনি জানান বলিউডে তাঁর সফর শুরুর সময়ের কথা, তাঁর লড়াইয়ের কথা।

এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা বলার সময় তিনি তাঁর বাবা জগজিৎ সিং ভবানী এবং মা অঞ্জু ভবানীর দিকে তাকিয়েই যা বলার বলেন। তাঁরা দর্শকাশনে ছিলেন। অভিনেতা জানান বলিউডে পা রাখার আগে তাঁকে একটা পোর্টফোলিও বানানোর জন্যেও যথেষ্ট বেগ পেতে হয়েছিল। তিনি নাকি তখন তাঁর মাকে কেঁদে কেঁদে জিজ্ঞেস করতেন তিনি আদৌ অভিনেতা হতে পারবেন কিনা।

শনিবার ফিল্মফেয়ার মিডিল ইস্ট অ্যাচিভার্স নাইট ২০২২ এ রণবীর জানান, 'বাবা তোমার মনে আছে আজ থেকে বারো বছর আগে যখন আমি চেষ্টা করছি, পোর্টফোলিও বানাচ্ছি তখন নিজের কলিং কার্ড নিয়ে যাওয়ার কথা ভেবেছিলাম। ভেবেছিলাম সেই কার্ড দেখিয়েই বলব দাদা, আমি নতুন অভিনেতা আমায় কাজ দিন।' তিনি আরও বলেন, 'পোর্টফোলিও বানানোর জন্য ৫০ হাজার টাকা চাওয়া হয়েছিল। বলা হয়েছিল অনেক বড় ফটোগ্রাফার দিয়ে পোর্টফোলিও বানানো হবে, খুব ভালো ছবি আসবে। আমি তখন। তোমায় বলেছিলাম বাবা যে এত টাকা কোথা থেকে আসবে। তুমি বলেছিলে চিন্তা করিস না তোর বাবা আছে তো!'

রণবীর এরপর তাঁর মায়ের উদ্দেশে বলেন, 'মনে আছে মা সেবার অডিশন খুব খারাপ দিয়েছিলাম। কাঁদতে কাঁদতে এয়ারপোর্ট থেকে আমাদের ওই ছোট বাড়িতে ফিরেছিলাম। তোমায় বলেছিলাম আদৌ আমার স্বপ্নটা পূরণ হবে তো?' তাঁর মা তাঁর দিকে ছলছল চোখে তাকিয়ে থাকেন।

রণবীর এরপর গোটা বিষয়টাকে মিরাকেল বলে ব্যাখ্যা করেন যে তিনি এই স্টেজে দাঁড়িয়ে আছেন এবং পুরস্কার নিচ্ছেন। এরপর তিনি আদিত্য চোপড়ার উদ্দেশে বলেন, 'যখন কেউ আমার উপর বিশ্বাস করেননি উনি করেছিলেন। বলেছিলেন আমার পরের শাহরুখ খানকে পেয়ে গিয়েছি।' ২০১০ সালে ব্যান্ড বাজা বারাত ছবির মাধ্যমে রণবীর সিং বলিউডে পা রাখেন। এই ছবির প্রযোজনা করেছিল যশ রাজ ফিল্মস।

এই অনুষ্ঠানে মানসী চিল্লার, ভূমি পেডনেকর, শেহনাজ গিল, উর্বশী রাতৌলা, তামান্না ভাটিয়া, বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী সহ অনেকেই উপস্থিত ছিলেন। হেমা মালিনী লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান এফএফএমই ২০২২ এর অনুষ্ঠান থেকে।

বন্ধ করুন