শাহরুখের মন্নতের কাছেই নতুন বাড়িতে শিফট করতে চলেছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। জানা গিয়েছে বান্দ্রায় তাঁদের এই ফ্ল্যাট একেবারে তৈরি। একাধিক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গিয়েছে বাড়ি তৈরির কাজ প্রায় শেষ। আর সেখান থেকেই মনে করা হচ্ছে এই জুটি শীঘ্রই নতুন বাড়িতে মেয়েকে প্রবেশ করবেন তাঁরা।
রণবীর এবং দীপিকার নতুন ফ্ল্যাট
রণবীর দীপিকা বান্দ্রা বাসস্ট্যান্ডের কাছে একটি সি ফেসিং আলিশান কোয়াড্রাপ্লেক্স কিনেছেন বলেই জানা গিয়েছে। মানিকন্ট্রোলের তরফে জানানো হয়েছে এই প্রপার্টি ১০০ কোটির। এটির ভিতরে ১১,২৬৬ স্কোয়ার ফিট এরিয়া আছে। আর ছাদে অতিরিক্ত ১৩৩০ স্কোয়ার ফিট জায়গা আছে। ১৬ থেকে ১৯ তলা পর্যন্ত বিস্তৃত।
ইনস্ট্যান্ট বলিউডের তরফে একটি ভিডিয়ো এদিন প্রকাশ্যে আনা হয়েছে যেখানে দেখা যাচ্ছে বাড়িটির নির্মাণ প্রায় শেষ। আর সেখানেই দেখা যাচ্ছে ওই বাড়ির থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই শাহরুখে মন্নত। ফলে শাহরুখ এবং রণবীর দীপিকা যে এবার শীঘ্রই পড়শি হতে চলেছেন সেটা বলার অপেক্ষা রাখে না। বাড়ি তৈরি হয়ে গেলেই সেখানে শিফট করে যাবেন রণবীর দীপিকা।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জানা যায় দীপিকা এবং তাঁর বাবা প্রকাশ পাডুকোনের কোম্পানি KA এন্টারপ্রাইজ বান্দ্রায় একটি আলিশান অ্যাপার্টমেন্ট কিনেছেন। সেই সম্পত্তি ১৭ কোটি ৭৮ লাখ টাকা দিয়ে বুক করা হয়েছে বলেও জানানো হয় স্কোয়ার ইয়ার্ডসের তরফে। সঙ্গে স্ট্যাম্প ডিউটিতে লেগেছে ১ কোটি ৭ লাখ টাকা। ৩০ হাজার টাকা লেগেছে রেজিস্ট্রেশনের জন্য। এই আর্থিক বিনিময় KA এন্টারপ্রাইজের তরফে করা হয়েছে।
আরও পড়ুন: 'দুর্দান্ত হোমমেকার' নুসরত! বেটার হাফের জন্মদিনে আদুরে বার্তায় যশ লিখলেন, 'তোমায় পেয়ে কৃতজ্ঞ'
রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ভূমিষ্ট হয় তাঁদের মেয়ে দুয়া। নভেম্বর মাসে মেয়ের নাম প্রকাশ্যে আনেন তাঁরা। সম্প্রতি তাঁদের বিদেশে ছুটি কাটিয়ে দেশে ফিরতে দেখা যায়।