গত ২৭ জুন মুক্তি পেয়েছে কল্কি ২৮৯৮ এডি ছবিটি। সেই ছবিতেও সুমতী তথা একজন গর্ভবতী মায়ের চরিত্রে নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি এই ছবিটি দেখে কী প্রতিক্রিয়া দিলেন রণবীর সিং?
আরও পড়ুন: 'সোজাসুজি বিচার করতে বসে যাই...', হার্দিকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ইঙ্গিতবহ পোস্ট নাতাশার
কল্কি ২৮৯৮ এডি ছবিটি প্রসঙ্গে
এদিন দীপিকা পাড়ুকোন একটি ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি কল্কি ২৮৯৮ এডি ছবিটির হল ভিজিটে গিয়েছেন। সেখানে দর্শকদের প্রতিক্রিয়াও যেমন আছে, তেমনই আছে রণবীরের প্রতিক্রিয়াও। দর্শকরা কেউ এই ছবি দেখে বলছেন দুর্দান্ত হয়েছে, কেউ জানিয়েছেন দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করে আছেন। কিন্তু রণবীর যা বললেন সেটা শুনে হাসি থামছেই না কারও।
এদিন দীপিকার পোস্ট করা ভিডিয়োর শুরুতেই রণবীরকে বলতে শোনা যায়, 'সিনেমায় ও যে চরিত্রে অভিনয় করেছে সে গর্ভবতী, ও নিজেও বাস্তবে গর্ভবতী। কী যে হচ্ছে কিছুই বুঝছি না!'
কল্কি ২৮৯৮ এডি প্রসঙ্গে
কল্কি ২৮৯৮ এডি ছবিটির পরিচালনা করেছেন নাগ অশ্বিন। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, প্রমুখকে। এটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার। এই ছবিটি তেলুগু, হিন্দি ভাষা ছাড়াও তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষাতেও মুক্তি পেয়েছে। এই ছবিতে ম্রুণাল ঠাকুর, দুলকর সলমন, বিজয় দেবেরাকোন্ডা, এসএস রাজামৌলি, রাম গোপাল ভার্মা প্রমুখকে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে।
রণবীর এবং দীপিকা প্রসঙ্গে
রণবীর এবং দীপিকা ২০১৮ সালে সাতপাকে বাঁধা পড়েন। এই বছরই তাঁদের সংসারে নতুন সদস্য আসছে। সেপ্টেম্বরে জন্ম নেবে তাঁদের সন্তান। তার আগে জন্মদিনের পর রণবীর লেখেন, 'আমি আপনাদের সবাইকে ব্যক্তিগত ভাবে উত্তর দেব। এই বছর আমাদের জীবন নতুন ভাবে শুরু হচ্ছে। আমি অ্যাক্ট টুয়ের দিকে এগোচ্ছে মন ভরা কৃতজ্ঞতা নিয়ে। শুভেচ্ছা এবং ভালোবাসা সহ রণবীর।'
আগামীতে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং দুজনকেই সিংঘম এগেন ছবিতে দেখা যাবে। রোহিত শেট্টির সেই ছবিতে আরও একাধিক বলিউড তারকা থাকবেন। দীপিকাকে বর্তমানে কল্কি ২৮৯৮ এডি ছবিতে দেখা যাচ্ছে।