বাংলা নিউজ > বায়োস্কোপ > Video: গায়ক শ্রেয় সিংঘলের প্রি ওয়েডিং পার্টি, রণবীর-জাহ্নবীর কান্ড দেখে থ সবাই!

Video: গায়ক শ্রেয় সিংঘলের প্রি ওয়েডিং পার্টি, রণবীর-জাহ্নবীর কান্ড দেখে থ সবাই!

শ্রেয় সিংঘলের প্রি ওয়েডিংয়ে আনন্দে মাতোয়ারা রণবীর সিং, জাহ্নবীরা। ( ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস)

জনপ্রিয় বলি-গায়ক শ্রেয় সিংঘলের প্রি ওয়েডিং পার্টিতে হাজির ছিলেন রণবীর সিং, জাহ্নবী কাপুর। রীতিমতো গান গেয়ে, নেচে গোটা সন্ধ্যে জমিয়ে দিয়েছিলেন তাঁরা। তাঁদের যোগ্য সঙ্গত করেছে বাণী কাপুর এবং বাদশা।

জনপ্রিয় বলি-গায়ক শ্রেয় সিংঘলের প্রি ওয়েডিং পার্টিতে হাজির ছিলেন রণবীর সিং, জাহ্নবী কাপুর। শুধু হাজির ছিলেন বললে কিছুই বলা হয় না। রীতিমতো গান গেয়ে, নেচে গোটা সন্ধ্যে জমিয়ে দিয়েছিলেন তাঁরা। পার্টির সঞ্চালক হওয়া থেকে শুরু করে হবু বরের সঙ্গে র‍্যাপ গান গেয়ে মঞ্চ মাতানো, কী করেননি 'বাজীরাও'। অন্যদিকে, বলিউডের সুপারহিট সব পার্টি সং-য়ের তালে বেশ কয়েকটি পারফরমেন্সের মাধ্যমে মঞ্চে আগুন ঝরিয়েছেন জাহ্নবী। এই দু'জন ছাড়াও পার্টিতে পারফর্ম করেছেন বাণী কাপুর এবং বাদশা।

অনুষ্ঠানে আমন্ত্রিতদের মুঠোফোনের ক্যামেরায় উঠে এসেছে সেই সন্ধ্যার বিভিন্ন রঙিন মুহূর্ত। সোশ্যাল মিডিয়ায় সেইসব ভিডিও পোস্ট করামাত্রই হু হু করে তা হয়েছে ভাইরাল। একটি ভিডিওতে দেখা যাচ্ছে নেভি ব্লু রঙের ফিটেড স্যুটের সঙ্গে পরিপাটি করে চুল আঁচড়ে পনিটেল বেঁধে মঞ্চে শ্রেয় সিংঘলকে নিয়ে উঠেছেন 'খিলজি'। 

পার্টির সময় এগোনোর সঙ্গে তাল মিলিয়ে নিজেকে ধীরে ধীরে 'খুলেছেন ' এই বলি-তারকা। কখনও পরনের কোট খুলে, চুল ঝাঁকিয়ে রীতিমতো শ্যাম্পেনের বোতল খুলে আমন্ত্রিতদের গায়ে ছিটিয়ে হুল্লোড়ে মেতেছেন তিনি। আবার কখনও বা 'খলিবলি', 'মালহারি' গানের পা মেলানোর সময় মঞ্চে হাত ধরে তুলে এনেছেন শ্রেয় সিংঘল-কে।

প্রসঙ্গত, 'জাহাঁ তুম হো', 'তু জুনুনিয়ত', 'আঁখ উঠি'-র মতো একাধিক সুপারহিট গান রয়েছে শ্রেয়র ঝুলিতে। তাঁর গায়কীর ধরনের সঙ্গে অনেক শ্রোতা তুলনা করেন বিখ্যাত পাকিস্তানি গায়ক আতিফ আসলাম-এর সঙ্গেও।

বন্ধ করুন