বরাবরই একটু হটকে রণবীর সিং। প্রথাগত নিয়মের বাইরে চলেই যেন সকলের মন কেড়ে নেন দীপিকা পাড়ুকোনের স্বামী। আর এবার স্ত্রী-র জন্য পালন করলেন করবা চৌথের ব্রত। এমনকী, হাতে মেহেন্দি দিয়ে লিখেছেন দীপিকার নামের প্রথম অক্ষরও। আর তা দেখে মুগ্ধ নেটপাড়া।
রণবীরের টিভি শো ‘দ্য বিগ পিকচারস’র প্রোমোতে দেখা গেল দীপিকার নামের প্রথম অক্ষর নিজের হাতে লেখাচ্ছেন রণবীর। আর তারপর তা বেশ গর্বের সাথে দেখাচ্ছেন ক্যামেরায়। এমনকী, হাতে লেখা সেই ‘ডি’ নামের উদ্দেশে ছুঁড়ে দিয়েছেন ফ্লাইং কিসও।
রণবীরের করবা চৌথ স্পেশাল এপিসোডে হাজির হয়েছিলেন টিভির দুই বউ, ‘উড়াইয়া’র প্রিয়াঙ্কা চৌধুরি ও ‘ছোটি সরদারনি’র নিমরত কৌর আলুওয়ালিয়া। নিমরত আর প্রিয়াঙ্কার কথাতেই হাতে মেহেন্দি লাগান রণবীর। আর জানান, তিনিও উপোস করেছেন। আর যখন ‘D’র উদ্দেশে চুমু ছুঁড়ছিলেন, তখন হাততালিতে ফেটে পড়ে সেট।
কিছুদিন আগে ‘বিগ পিকচারস’এই এক প্রতিযোগীর প্রশ্নের উত্তরে রণবীর জানিয়েছিলেন, আর ২-৩ বছরের মধ্যেই বাচ্চা নেবেন তিনি ও দীপিকা। জানান, তিনি প্রতিদিন দীপিকার ছোটবেলার ছবি দেখেন, আর ঠিক ওরকম একটা মিষ্টি বাচ্চার জন্য আবদার করেন স্ত্রী-র কাছে। এমনকী, ছেলে-মেয়েদের নাম রাখার কথা ভাবছেন বলেও জানান পরদার ‘খিলজি’।
৬ বছর সম্পর্কে থাকার পর ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ে করেন তাঁরা। পরিবারের কিছু ঘনিষ্ঠ সদস্য আর বন্ধুদের উপস্থিতিতেই হয়েছিল বিয়ে। বলিউডের মোস্ট হ্যাপেনিং জুটির তালিকায় বরাবরই আছেন রণবীর-দীপিকা। ভালোবেসে অনুরাগীরা তাঁদের নাম দিয়েছেন ‘দীপবীর’।