বাংলা নিউজ > বায়োস্কোপ > দীপিকার জন্য করবা চৌথের উপোস রণবীরের! নিয়ম মেনে হাতে মেহেন্দি লাগাতেও ভোলেননি

দীপিকার জন্য করবা চৌথের উপোস রণবীরের! নিয়ম মেনে হাতে মেহেন্দি লাগাতেও ভোলেননি

করবা চৌথ পালন করলেন রণবীর। 

রণবীরের টিভি শো ‘দ্য বিগ পিকচারস’র প্রোমোতে দেখা গেল দীপিকার নামের প্রথম অক্ষর নিজের হাতে লেখাচ্ছেন রণবীর।

বরাবরই একটু হটকে রণবীর সিং। প্রথাগত নিয়মের বাইরে চলেই যেন সকলের মন কেড়ে নেন দীপিকা পাড়ুকোনের স্বামী। আর এবার স্ত্রী-র জন্য পালন করলেন করবা চৌথের ব্রত। এমনকী, হাতে মেহেন্দি দিয়ে লিখেছেন দীপিকার নামের প্রথম অক্ষরও। আর তা দেখে মুগ্ধ নেটপাড়া। 

রণবীরের টিভি শো ‘দ্য বিগ পিকচারস’র প্রোমোতে দেখা গেল দীপিকার নামের প্রথম অক্ষর নিজের হাতে লেখাচ্ছেন রণবীর। আর তারপর তা বেশ গর্বের সাথে দেখাচ্ছেন ক্যামেরায়। এমনকী, হাতে লেখা সেই ‘ডি’ নামের উদ্দেশে ছুঁড়ে দিয়েছেন ফ্লাইং কিসও। 

রণবীরের করবা চৌথ স্পেশাল এপিসোডে হাজির হয়েছিলেন টিভির দুই বউ, ‘উড়াইয়া’র প্রিয়াঙ্কা চৌধুরি ও ‘ছোটি সরদারনি’র নিমরত কৌর আলুওয়ালিয়া। নিমরত আর প্রিয়াঙ্কার কথাতেই হাতে মেহেন্দি লাগান রণবীর। আর জানান, তিনিও উপোস করেছেন। আর যখন ‘D’র উদ্দেশে চুমু ছুঁড়ছিলেন, তখন হাততালিতে ফেটে পড়ে সেট।

কিছুদিন আগে ‘বিগ পিকচারস’এই এক প্রতিযোগীর প্রশ্নের উত্তরে রণবীর জানিয়েছিলেন, আর ২-৩ বছরের মধ্যেই বাচ্চা নেবেন তিনি ও দীপিকা। জানান, তিনি প্রতিদিন দীপিকার ছোটবেলার ছবি দেখেন, আর ঠিক ওরকম একটা মিষ্টি বাচ্চার জন্য আবদার করেন স্ত্রী-র কাছে। এমনকী, ছেলে-মেয়েদের নাম রাখার কথা ভাবছেন বলেও জানান পরদার ‘খিলজি’। 

৬ বছর সম্পর্কে থাকার পর ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ে করেন তাঁরা। পরিবারের কিছু ঘনিষ্ঠ সদস্য আর বন্ধুদের উপস্থিতিতেই হয়েছিল বিয়ে। বলিউডের মোস্ট হ্যাপেনিং জুটির তালিকায় বরাবরই আছেন রণবীর-দীপিকা। ভালোবেসে অনুরাগীরা তাঁদের নাম দিয়েছেন ‘দীপবীর’।

বায়োস্কোপ খবর

Latest News

মাঞ্চুরিয়ান থেকে বিরিয়ানি, ইন্টারনেটে ভাইরাল ইউনিক এই সিঙাড়াগুলি বহুতল থেকে ঝাঁপ, প্রয়াত মালাইকা আরোরার বাবা অনিল আরোরা! কারণ নিয়ে ধন্দ পাকিস্তানের মাটি থেকে পাওয়া আত্মবিশ্বাসকে ভারতের মাটিতে কাজে লাগাতে চান লিটন দাস ১৬ টাকায় বিক্রি হচ্ছিল ডিম, ভারত রফতানি করতেই বাংলাদেশে দাম কমে হল ৭ টাকা সন্দেশখালিতে দুর্গা প্রতিমা ভাঙচুর, ‘বাংলাদেশের সংস্কৃতি এপারে’ কটাক্ষ শুভেন্দুর গুগল এবং অ্যাপল ইইউর বিরুদ্ধে তাদের আদালতের লড়াইয়ে হেরে গেছে এবং শত শত কোটি জরিমানা ও কর বকেয়া রয়েছে রাধা অষ্টমীর পুজোর ভোগে নিবেদন করুন এই জিনিসগুলি, সমস্ত ইচ্ছা হবে পূরণ বাংলায় আরও ৫ টি পকসো বিশেষ আদালত, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত সরকারের ‘ওর বাবা…..’, পরিবার তুলে 'মার্ক্সবাদী' কমলাকে আক্রমণ ট্রাম্পের! উড়ে এল পাটকেলও ‘ছেলেকে MBBSএ ভর্তি করিয়ে দিতে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন বিরূপাক্ষ বিশ্বাস’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.