রণবীর সিং-এর ফ্যাশন চয়েজ নিয়ে নতুন করে কিছু বলবার নেই। অভিনেতা হিসেবে তিনি যতটা ভার্সেটাইল, ফ্যাশনের ক্ষেত্রেও ততটাই। পলকা ডট শার্ট থেকে লাল স্কার্ট- রণবীরের ফ্যাশন লিস্টে জায়গা করে নিয়েছে অনেককিছুই। তবে বিয়ের পর রণবীরের আলমারিতে বেশ খানিকটা বদল এসেছে, সৌজন্যে স্ত্রী দীপিকা পাড়ুকোন। দীপিকা ও তাঁর পরিবারের মনের মতো করে নিজেকে গড়ে তোলা শুরুতে সহজ ছিল না রণবীরের কাছে।
কফি উইথ করণের সাত নম্বর সিজের প্রথম এপিসোডের অতিথি রণবীর সিং ও আলিয়া ভাট। এখানেই মনের গোপন কথা ফাঁস করেছেন রণবীর। তিনি বলেন, ‘আমি এখনও ম্যানেজ করছি। এখনও বোঝবার চেষ্টা করছি। আমার এখন দুটো ওয়াড্রব। যখন আমি বেঙ্গালুরুতে (শ্বশুরবাড়ি) যাই তখন একটা স্পেশ্যাল জামাকাপড়ের ঝুলি রয়েছে। সাদা টি-শার্ট, ব্লু জিন্স।’
এইভাবে নিজেকে বদলে ফেলা সহজ, অসুবিধা হয় না? করণের প্রশ্ন শুনে রণবীর জানান, ‘অবশ্যই হয়। তবে একসঙ্গে আমাদের ১০ বছর হয়ে গেল। শুরুর দিকে ওঁনারা পুরোপুরি বিমুখ ছিলেন, এটা কে? এগুলো কী পোশাক? বিশেষত দীপিকার মা। আমাকে দেখে উনি ঠাওর করতে পারতেন আমি ঠিক কেমন। বেশ সময় লেগেছিল আমাদের পরস্পরকে বুঝে উঠতে, তবে এখন উনি আমার মা’।
লিঙ্গ বৈষম্য ভাঙার ক্ষেত্রে বরাবরই ওস্তাদ রণবীর সিং। বিয়ের পর প্রচলিত প্রথা ভেঙে রণবীর গিয়ে উঠেছিলেন দীপিকার মুম্বইয়ের বাড়িতে। ২০১৯ সালে এই প্রসঙ্গে অভিনেতা জানান, ‘আমি এমন একটা সম্পর্ক দেখে বড় হয়েছি যেখানে, যে কোনও পরিস্থিতিতে দাম্পত্যটা এগিয়ে নিয়ে যাওয়াটাই আসল। বিয়েটা এক কমিটমেন্ট, এটা কোনও অপশন নয়। তোমার হাতে যা কিছু আছে, সবটা উজাড় করে দাও’।
রণবীরের কথায়, দীপিকা তাঁর কাছে সবচেয়ে জরুরি। সেখানে দীপিকা স্বস্তিতে আছে, সেটা ঘেঁটে দিতে চাননি তিনি। তাই অবলীলায় বউয়ের বাড়িতে থাকতে চলে গিয়েছেন।