বাংলা নিউজ > বায়োস্কোপ > Jayeshbhai Jordaar: সন্তানের লিঙ্গ নির্ধারণের চেষ্টা করে ঝামেলায় রণবীর সিং, মামলা দিল্লি আদালতে

Jayeshbhai Jordaar: সন্তানের লিঙ্গ নির্ধারণের চেষ্টা করে ঝামেলায় রণবীর সিং, মামলা দিল্লি আদালতে

আইনি ঝামেলায় জড়াল রণবীরের ‘জয়েশভাই জোরদার’।

‘জয়েশভাই জোরদার’ ছবিতে সেক্স ডিটারমিনেশন টেস্টের একটি দৃশ্য দেখানো হয়েছে। যা নিয়ে জনস্বার্থে মামলা দায়ের করা হল। 

রণবীর সিং-এর ‘জয়েশভাই জোরদার’ ছবি জড়াল আইনি সমস্যায়। খবর অনুসারে, ‘ইয়ুথ এগেইনস্ট ক্রাইম’ নামের একটি এনজিও ছবির ট্রেলারে দেখানো লিঙ্গ নির্ধারক পরীক্ষা নিয়ে কেস করেছেন।

২০২২ সালের ১৩ মে ছবির মুক্তি পাওয়ার কথা রয়েছে। দিল্লি হাইকোর্টে এই মামলা দায়ের করা হয়েছে বলেই খবর। ছবির ট্রেলারে ‘সেক্স ডিটারমিনেশন টেস্ট’-এর দৃশ্যটি নিয়েই তোলা হয়েছে আপত্তি।

আইনজীবী পবন প্রকাশ পাঠক জানিয়েছেন, ছবির ট্রেলারে দেখানো হয়েছে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ভ্রুণের লিঙ্গ নির্ধারণ করা হয়েছে, যা ১৯৯৪ সালের Pre-Conception and Pre-Natal Diagnostic Techniques (PCPNDT) Act অনুযায়ী নিষিদ্ধ।

আবেদনপত্রে লেখা হয়েছে, ‘কোনও সেন্সর ছাড়াই ওই দৃশ্যে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে লিঙ্গ নির্ধারণ দেখানো হয়েছে। আর সেই কারণেই এই জনস্বার্থ মামলা (Public Interest Litigation)।’

রক্ষণশীল গুজরাটি পরিবারের গল্প নিয়েই ‘জয়েশভাই জোরদার’। যেখানে একজন বহু বাবা তাঁর আগত সন্তানকে বাঁচাতে স্ত্রীকে নিয়ে পালিয়ে বেড়ায়। কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য এক বাবার লড়াই ফুটিয়ে তুলেছেন রণবীর। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী শালিনী পাণ্ডে। এছাড়াও রয়েছেন বোমন ইরানি আর রত্না পাঠক শাহ।

এক সংরক্ষণশীল গ্রামের মোড়ল রামলাল। মোড়ল-বাবার আক্ষেপ যে, তাঁর ছেলে জয়েশের কোনও পুত্রসন্তান নেই। রামলাল ও অনুরাধার চাই ছেলের ঘরের নাতি। কন্যাসন্তান কিছুতেই চান না তারা। জয়েশভাই তাই সন্তানসম্ভবা স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে গোটা পরিবারের থেকে। তবে এত বড় একটা বিষয়ও হাস্যরসের আদলে ফুটিয়ে তুলেছেন পরিচালক প্রযোজক আদিত্য চোপড়া ও পরিচালক দিব্যাং ঠাকুর।

 

বন্ধ করুন