‘দীপিকা মেয়েকে নিয়ে ব্যস্ত, আমার নাইট শিফটে ডিউটি’, সিংঘম এগেনের ট্রেলরা লঞ্চে এই কথাই জানিয়ে দিলেন রণবীর সিং। গত মাসেই ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছেন নায়ক। আগামিকাল একমাস বয়স হবে দীপবীর কন্যার। মেয়েকে নিয়েই ব্যস্ত নায়িকা। সিংঘম এগেনের ট্রেলার লঞ্চে একাই হাজির রণবীর। আরও পড়ুন-বিয়ের পর প্রথম পুজোয় অনুপমের থেকে আলাদা প্রশ্মিতা,বরকে নয় তবে কী মিস করছেন USA-তে?
দীপিকা কি এদিন মা হওয়ার পর প্রথম ক্যামেরার মুখোমুখি হবেন? তা জানতে উদগ্রীব ছিল ভক্তকূল, তাঁদের খানিক হতাশ হতে হল। পাশাপাশি এই সিনেমা তাঁদের মেয়ের ডেবিউ ছবি বলেও জানিয়ে দেন রণবীর। ভাবছেন কীভাবে? খোলাসা করেছেন রণবীর নিজেই।
দীপিকাকে নিয়ে কথা বললেন রণবীর, তাদের মেয়ে
রণবীর জানান, রোহিত শেঠির ছবির শুটিংয়ের সময় দীপিকা পাড়ুকোন গর্ভবতী ছিলেন। এদিন নায়ক বলেন, ‘দীপিকা মেয়েকে নিয়ে ব্যস্ত থাকায় আসতে পারেনি। আমি নাইট ডিউটিতে আছি, তাই এসেছি। এই ছবিতে অনেক তারকা রয়েছেন। তাই বলে রাখি, এটা আমার বাচ্চার ডেবিউ, বেবি সিম্বা।’ হ্যাঁ, এদিন মেয়েকে এই নামেই সম্বোধন করলেন রণবীর। সিংঘম ফ্রাঞ্চইসিতে রণবীরের চরিত্রের নাম সিম্বা। তাই তার সন্তান মানে বেবি সিম্বা।
তিনি আরও বলেন, 'সিংঘম এগেইন-এর শুটিংয়ের সময় দীপিকা অন্তঃসত্ত্বা ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশে অভিনেতা বলেন, ‘লেডি সিংঘম, সিম্বা ও বেবি সিম্বার পক্ষ থেকে আপনাদের সবাইকে আগাম শুভ দীপাবলি’।
দীপিকা এবং রণবীরের সন্তান সম্পর্কে
দীপিকা এবং রণবীর এই বছরের ৮ ই সেপ্টেম্বর তাদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তারকা দম্পতি এই খবরটি নিশ্চিত করেছিলেন। ফেব্রুয়ারি মাসেই মা হতে চলার সুখবর ভাগ করে নিয়েছিলেন দীপিকা। তারপর থেকে কম কটাক্ষ শুনতে হয়নি তাঁকে। অনেকে দাবি করেছিল সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা। তবে সময়ের সঙ্গেই স্পষ্ট হয়ে গিয়েছিল, এই দাবি সম্পূর্ণ ভুয়ো।
রোহিত শেঠি পরিচালিত 'সিংঘম এগেইন' ছবিতে ফের জুটি বেঁধেছেন রণবীর-দীপিকা। আগামি ১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সিংঘম এগেন সম্পর্কে
এই ছবিতে অজয় দেবগন বাজিরাও সিংঘমের চরিত্রে অভিনয় করছেন। অক্ষয় কুমারকে ডিসিপি বীর সূর্যবংশীর চরিত্রে, করিনা কাপুর অবনীর চরিত্রে এবং দীপিকাকে শক্তি শেঠির চরিত্রে দেখা যাবে। অর্জুন কাপুর, টাইগার শ্রফ, জ্যাকি শ্রফ, রবি কিষাণ এবং শ্বেতা তিওয়ারিও রয়েছেন এই ছবিতে।
সুপারহিট ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি 'সিংঘম এগেইন'। সিংঘম ২০১১ সালে মুক্তি পায়, তারপরে ২০১৪ সালে সিংহাম রিটার্নস নিয়ে হাজির হন রোহিত-অজ য়জুটি। দুটি প্রোজেক্টই বক্স অফিসে হিট হয়েছিল।