শক্তিমান, ৯০ দশকের ছেলেমেয়েদের কাছে নিঃসন্দেহে এই নামটি ভীষণ পরিচিত। শক্তিমান চরিত্রে অভিনয় করে মুকেশ খান্না একটা আলাদা জায়গা করে নিয়েছিলেন মানুষের মনে। এবার শক্তিমানকে বড়পর্দায় আনার তোড়জোড় শুরু করা হয়েছে। মুখ্য চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। কিন্তু আপনি কি জানেন রণবীরের বিপরীতে কোন নায়িকাকে বেছে নেওয়া হয়েছে?
সম্প্রতি জানা গেছে, রণবীর সিং-এর বিপরীতে অভিনয় করবেন ওয়ামিকা গাব্বি। সম্প্রতি বরুণ ধাওয়ান এবং কীর্তি সুরেশ অভিনীত ‘বেবি জন’ সিনেমায় অসাধারণ অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন ওয়ামিকা। এছাড়াও অক্ষয় কুমারের ‘ভূত বাংলো’ সিনেমায় ওয়ামিকার অভিনয় করার খবর পাওয়ার পরেই ‘শক্তিমান’ সিনেমার জন্য এই অভিনেত্রীকে কাস্ট করার চিন্তাভাবনা শুরু করেছেন পরিচালক।
আরও পড়ুন: খাঁটি পাঞ্জাবি মেয়ে আমি.. লোহরি প্রসঙ্গে বললেন নিমরত কৌর
আরও পড়ুন: টাকা চাইতে মঞ্চে প্রতিযোগী এল ১০ লাখের জুতো পরে, হতবাক শার্করা!
যদিও শক্তিমান সিনেমায় ওয়ামিকা অভিনয় করবেন কিনা, সেটা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, পরিচালক। তবে মনে করা হচ্ছে, চিত্রনাট্য এবং শ্যুটিং শুরু হওয়ার ডেট চূড়ান্ত হলেই নায়িকার নাম সামনে নিয়ে আসবেন পরিচালক। তবে আপাতত খবর অনুযায়ী, ২০২৬ সালে মুক্তি পাবে এই সিনেমাটি এবং সিনেমার শ্যুটিং শুরু হয়ে যাবে ২০২৫ সালের মে মাস থেকে।
প্রসঙ্গত, সিনেমাটি পরিচালনা করছেন বেসিল জোসেফ। প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং সোনি পিকচার্স ইন্ডিয়া। সিনেমাটির জন্য প্রথমে কার্তিক আরিয়ানকে বেছে নেওয়া হলেও পরবর্তীকালে রণবীর সিংকে চূড়ান্ত করা হয়।
আরও পড়ুন: ২ মাসের কাঞ্চন কন্যাকে ঘুমপাড়ানি গান শোনাচ্ছে মামা, মেয়ে কৃষভির মুখ দেখালেন শ্রীময়ী?
আরও পড়ুন: তখন তিনি টেলি দর্শকদের প্রিয় 'গোরাদা', অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর কোলে এই শিশুটিকে চিনতে পারছেন?
তবে শক্তিমান সিনেমায় রণবীর অভিনয় করলেও রণবীরকে মোটেই পছন্দ নয় মুকেশ খান্নার। রণবীর প্রসঙ্গে মুকেশ খান্না বলেছিলেন, ভীষণ ভালো একজন অভিনেতা রণবীর। রণবীরের বহুমুখী প্রতিভা থাকা সত্ত্বেও রণবীর কখনও শক্তিমান চরিত্রে অভিনয় করার যোগ্যতা রাখেন না। রণবীরের ইমেজ এবং শক্তিমানের ইমেজ কখনওই মেলে না।তবে হাজার তর্ক বিতর্কের পর অবশেষে রণবীরকেই শক্তিমানের চরিত্রে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।