বাংলা নিউজ > বায়োস্কোপ > Video: লীলারূপী কিশোরীর অভিনয় দেখে মুগ্ধ রণবীর! চেনেন এই ‘খুদে দীপিকা’-কে?

Video: লীলারূপী কিশোরীর অভিনয় দেখে মুগ্ধ রণবীর! চেনেন এই ‘খুদে দীপিকা’-কে?

'গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা' ছবিতেই প্রথমবার একসঙ্গে পর্দায় হাজির হয়েছিলেন রণবীর-দীপিকা।

‘গোলিয়োঁ কী রাসলীলা-রাম লীলা’ ছবিতে দীপিকার লুকের অনুকরণে পুরোপুরি সেজে একটি ভিডিয়ো বানিয়েছিল এক কিশোরী। যা দেখে দারুণ পছন্দ হয়েছে রণবীর সিংয়ের।

২০১৩ সালে মুক্তি পেয়েই বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ছবি 'গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা'। ছবিতে যথাক্রমে রাম ও লীলার চরিত্রে দুরন্ত অভিনয় করে দর্শক ও ছবি সমালোচকদের অকুন্ঠ তারিফ কুড়িয়েছিলেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। এবার ওই ছবিতে দীপিকার লুকের অনুকরণে পুরোপুরি সেজে একটি ভিডিয়ো বানিয়েছিল এক কিশোরী। যা দেখে দারুণ পছন্দ হয়েছে রণবীরের। এতটাই যে সেই ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন তিনি। সঙ্গে রাশি শিন্ডে নামের ওই কিশোরীকে আদর করে 'ছোট্ট দীপিকা' বলে ডেকে উঠেছেন রণবীর। কিশোরীর অভিনয়, অভিব্যক্তি যে তাঁর দারুণ পছন্দ হয়েছে, সেকথাও অকপটে জানিয়েছেন এই বলি-তারকা। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'লীলার মতো কেউ নেই!'

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে 'লীলা'রূপী দীপিকার মতো অবিকল সেই লেহেঙ্গা চোলি পরে দারুণ মেজাজে একটি কেদারায় বসে রয়েছে ওই কিশোরী। সঙ্গে ওই ছবিতে দীপিকার বলা একাধিক সংলাপও দারুণ অভিব্যক্তির সঙ্গে ডেলিভারি করতে দেখা যাচ্ছে তাঁকে। যা দেখে রণবীর সহ মুগ্ধ তামাম নেটপাড়া।

 

বন্ধ করুন