অভিনেতা রণবীর সিং তার পরবর্তী প্রকল্পের দ্বিতীয় শিডিউলের শ্যুটিং জন্য একদম তৈরি। মাঝে একমাস ছিলেন পিতৃত্বকালীন ছুটিতে। তবে এবার তাঁর কাজে ফেরার পালা। আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি বেশ বড় বাজেটে তৈরি হতে চলেছে। তাই দ্বিতীয় শিডিউলের শ্যুট শুরুর আগে অভিনেতাকে পাওয়া গেল পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে।
এবার প্রশ্ন ওঠা স্বাভাবিক, কে ছিল অমৃতসরে রণবীরের সঙ্গে। দীপিকা বা দুয়া নয়, রণবীরকে পাওয়া গেল তাঁর আসন্ন ছবির পরিচালক আদিত্য ধরের সঙ্গে। সেখান থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন পদ্মাবত অভিনেতা।
আরও পড়ুন: মা ডাকতে নারাজ! শুভশ্রী বলছেন ‘মাম্মা’, ইয়ালিনি বলল…! কার নাম আগে নিল রাজ-কন্যা
রণবীরের নতুন পোস্ট
ইনস্টাগ্রামে শেয়ার করা সেই পোস্টের ক্যাপশনে রণবীর লেখেন, ‘যিনি ঈশ্বরের তত্ত্বাবধানে আছেন, তিনি কারও দ্বারা আঘাত পেতে পারেন না।’ ছবিতে দেখা যাচ্ছে, সাদা শার্ট পরে আছেন তিনি। মাথা ঢেকেছেন রণবীর গেরুয়া রঙের কাপড়ে। শ্রদ্ধায় নত মাথা। তার পেছনে দেখা যাচ্ছে স্বর্ণমন্দির। আরেকটি ছবিতে দেখা যায়, তিনি ও আদিত্য ক্যামেরার দিকে পিঠ করে প্রার্থনা করছেন। সামনে তাঁদের স্বর্ণমন্দির।
আরও পড়ুন: ৩৯৪টি ইঞ্জেকশন, আইভিএফ! ২১ বছরের বড় অগ্নিদেবের সন্তানের মা হতে যা করেন সুদীপা
গত জুলাই মাসে রণবীর মাল্টিস্টারার এই প্রজেক্টের কথা ঘোষণা করেছিলেন-- ‘এটি আমার ভক্তদের জন্য, যারা আমার জন্য এত ধৈর্য ধরেছে এবং এই জাতীয় একটা সময়ের অপেক্ষা করেছে। আমি আপনাদের সবাইকে ভালোবাসি এবং আমি আপনাদের কথা দিচ্ছি, এবারে এমন একটি সিনেমাটিক অভিজ্ঞতা হবে, যা আগে কখনো হয়নি। আপনার আশীর্বাদ নিয়ে, আমার সমস্ত উৎসাহ, শক্তি এবং খাঁটি অভিপ্রায় নিয়ে এই দুর্দান্ত, বড় অ্যাডভেঞ্চার শুরু করলাম।’ এই সিনেমায় রণবীরের সঙ্গে থাকছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও অর্জুন রামপাল। ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নেতৃত্বাধীন এক সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হবে এই সিনেমা।
রণবীরের অন্যান্য প্রজেক্ট
আগামী কয়েক মাসের মধ্যে ফারহান আখতারের 'ডন থ্রি'তেও দেখা যাবে রণবীরকে। অজয় দেবগন, করিনা কাপুর, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, জ্যাকি শ্রফ এবং শ্বেতা তিওয়ারির সঙ্গে রোহিত শেট্টির 'সিংঘম এগেইন' সিনেমায় দেখা গিয়েছে তাঁকে শেষ। তার আগে মুক্তি পেয়েছিল আলিয়া ভাটের সঙ্গে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।