গত শুক্রবার, ১৭ মার্চ বড়পর্দায় মুক্তি পেয়েছে রানি মুখোপাধ্যায় ছবি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। সত্য ঘটনা অবলম্বনে এক মায়ের সন্তানদের ফিরে পাওয়ার কাহিনি ধরা পড়েছে এই ছবিতে। বর্তমানে এই ছবি এবং তার সঙ্গে জড়িত বাস্তব ঘটনা নিয়ে চলছে বহু চর্চা। ভক্তরা তো বটেই, ইন্ডাস্ট্রির বহু তারকারাই রানি মুখোপাধ্যায়ের অভিনয়ে আবারও মুগ্ধ হয়েছেন। এখানে নাম ভূমিকায় তাঁকেই দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁদের মতামত জানিয়েছেন। অভিনেত্রী বহু বন্ধুরাও সোশ্যাল মিডিয়ায় এই ছবির সম্পর্কে নানা কথা পোস্ট করেছেন। শাহরুখ খান থেকে সলমন খান, কাজল সহ আরও অনেকেই মিসেস চ্যাটার্জির ভূয়সী প্রশংসা করেছেন।
সম্প্রতি রণবীর সিং অর্জুন কাপুর এবং রানি মুখোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তাঁদের সবাইকে কালো রঙের পোশাকে দেখা যাচ্ছে। ছবিটা যে ভীষণই মিষ্টি সেটা বলার অপেক্ষা রাখে। রানিকে এই দুই অভিনেতার সঙ্গে মিষ্টি করে পোজ দিতে দেখা যাচ্ছে। তাঁদের মধ্যে যে দারুণ বন্ডিং আছে সেটা ছবিতেই স্পষ্ট। রণবীর তাঁদের এই সেলফি পোস্ট করে লেখেন, 'মিসেস চ্যাটার্জি ভার্সেস গুন্ডে।'
তবে একা রণবীর নন, অর্জুনও রানির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে রানিকে একটি কালো ফ্রেমের বড় চশমা পরে থাকতে দেখা যাচ্ছে। তিনি এই ছবিতে পাউট করেছেন। অভিনেতা তাঁদের এই ছবি পোস্ট করে লেখেন, 'মিসেস চ্যাটার্জির দুই অমূল্য রত্ন।'
তাঁদের বহু ভক্তরাই এই ছবিগুলোতে নিজেদের মতামত জানিয়েছেন। কিছু ব্যক্তি জানিয়েছেন তাঁরা আগামীতে এই তিন অভিনেতাকে একসঙ্গে কাজ করতে দেখতে চান। যশ রাজ ফিল্মসের হাত ধরেই কেরিয়ার শুরু হয়েছিল অর্জুন এবং রণবীর, দুজনেরই। তাই তাঁদের সঙ্গে আদিত্য চোপড়ার একটি ভালো সম্পর্ক আছে। আর সেই সম্পর্কের সূত্র ধরেই রানির সঙ্গেও তাঁদের হৃদ্যতা গড়ে উঠেছে।
মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিটি নরওয়েতে সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে। ব্যাপক সাড়া পেয়েছে এই ছবি সেই দেশে। সবার মধ্যেই দারুণ উন্মাদনা কাজ করছে যে এই ছবিতে নরওয়েকে কীভাবে দেখানো হয়েছে সেটা জানার জন্য। ছবিটির পরিচালনা করেছেন অসীমা ছিব্বার। সাগরিকা চক্রবর্তীর জীবনে ঘটা সত্য ঘটনার উপর এই ছবি নির্মিত হয়েছে।