এই মাসের শুরুতেই বাবা হয়েছেন রণবীর সিং। বিয়ের ৬ বছরের মাথায় ফুটফুটে কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন রণবীর-দীপিকা। ছোট্ট পরীর প্রথম ঝলক দেখার অপেক্ষায় সকলে। কিন্তু নতুন বাবা নিজের নয়া অবতারের ঝলক শেয়ার করে সকলে চমকে দিলেন। বৃহস্পতিবার সকালে তার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট ওয়ার্কআউট সেশনের ছবি পোস্ট করলেন রণবীর। বাবা হওয়ার পর এটাই তাঁর প্রথম ছবি।
রণবীরকে তাঁর পেশিবহুল চেহারা আর চাপদাড়িতে দেখ ফিদা ভক্তরা। নীল শর্টস এবং সাদা স্যান্ডো গেঞ্জিতে ধরা দিলেন রণবীর, নায়কের হাতে একজোড়া জিম গ্লাভস। কসরত করবার পর রণবীরের শরীরের শিরা গুলো ফুলে উঠেছে। বাবা হিসাবে দায়িত্ব পালন করার পাশাপাশি শরীর চর্চায় খামতি রাখছেন না রণবীর তা বেশ স্পষ্ট।

মেয়ের আগমনের আনন্দময় ঘোষণার পরে, দীপিকা সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার মাতৃত্বের যাত্রায় হালকা উঁকি দিয়েছেন। দীপিকা পাড়ুকোন একটি ইনস্টাগ্রাম রিল পুনরায় শেয়ার করেছেন যা মাতৃত্বের চ্যালেঞ্জগুলিকে মজার ছলে ফুটিয়ে তুলেছে। ভিডিওটিতে একজন নতুন মা-কে বিশৃঙ্খল সকালের রুটিন ভাগ করে নিয়ে দেখা গিয়েছে। সেখানে হাসির ছলে দেখানো হয়েছে দেখানো হয়েছে- ‘প্রাপ্তবয়স্করা নবজাতকের মতো খেয়ে ফেললে কী হবে’।
গত ৮ সেপ্টেম্বর দীপিকা ও রণবীর তাদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন। এই দম্পতি একটি হৃদয়গ্রাহী ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এই খবরটি নিশ্চিত করেছিলেন। গত ফেব্রুয়ারি মাসে প্রথম মা হওয়ার কথা প্রকাশ্যে এনেছিলেন দীপিকা। তারপর কম কটাক্ষ শুনতে হয়নি তাঁকে। শুরুতে অনেকেই তাঁর প্রেগন্যান্সিকে ভুয়ো বলে দাবি করেছিলেন দীপিকা নাকি সারোগেসির মাধ্যমে মা হচ্ছেন। তবে সেই দাবি যে ভুয়ো তা প্রমাণ করে নেন দীপিকা। আপতত মেয়েকে নিয়েই ব্যস্ত দীপিকা, নায়িকা রয়েছেন মাতৃত্বকালীন ছুটিতে।
দীপিকাকে শেষ দেখা গিয়েছিল কল্কি ছবিতে। রোহিত শেট্টির বহুল প্রতীক্ষিত সিনেমা 'সিংঘম এগেইন'-এ ফের একসঙ্গে দেখা যাবে রণবীর-দীপিকাকে। যদিও ছবিতে লিড রোলে রয়েছেন অজয়। ফারহান আখতারের আগামী ছবি ‘ডন থ্রি’ হাতে রয়েছেন রণবীরের। এছাড়াও সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না এবং অর্জুন রামপালের সঙ্গে আরও এক নতুন প্রোজেক্টে দেখা যাবে নায়ককে।