স্ত্রী দীপিকার পর এবার হলিউডে পাড়ি দিতে চলেছেন রণবীর সিং। জানা যাচ্ছে, হলিউডের ট্যালেন্ট এজেন্সি উইলিয়াম মরিস এন্ডেভার (WME) এর সঙ্গে বিশ্বব্যাপী প্রতিনিধিত্বের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন রণবীর। ইতিমধ্যেই বেশকিছু আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে মনোনীত হয়েছেন তিনি।
প্রসঙ্গত ট্যালেন্ট এজেন্সি উইলিয়াম মরিস এন্ডেভার (WME)-এর সঙ্গে চুক্তি রয়েছে বহু নামী হলি তারকার। এই তালিকায় রয়েছেন, বেন অ্যাফ্লেক, হিউ জ্যাকম্যান, মিশেল উইলিয়ামস, ক্রিশ্চিয়ান বেল, ম্যাট ডেমন এবং জেনিফার গার্নারের মতো হলিউড তারকারা। তাঁরা WME-র মাধ্যমের বিশ্বব্যাপী প্রতিনিধিত্ব করেন। WME-ছাড়াও ভারতের কালেক্টিভ আর্টিস্ট নেটওয়ার্কের হয়েও প্রতিনিধিত্বও করবেন রণবীর। ঝুঁকি ও আর্থিক উপদেষ্টা সংস্থা ক্রলের প্রতিবেদন অনুসারে রণবীরের ব্র্যান্ড মূল্য এখন ১৮১.৭ মিলিয়ন মার্কিন ডলার। ক্রলের প্রতিবেদন অনুসারে রণবীর ২০২২ সালের ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটিরদের মধ্যে একজন।
আরও পড়ুন-উত্তরের পর এবার মধ্যপ্রদেশ, উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢাললেন সারা
আরও পড়ুন-বহুদিন পর দেখা! মামা-ভাগ্নীর খুনসুটির ভিডিয়ো পোস্ট করলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়
এদিকে আবার ২০২২ সালে মুক্তি পাওয়া ‘জয়েশভাই জোর্দার’ এবং ‘সার্কাস’-এর মতো রণবীর সিংয়ের হিন্দি ছবিগুলি বক্স অফিসে বিশেষ ভালো পারফর্ম করেনি। এদিকে আবার খুব শীঘ্রই বলিউডের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবিতে দেখা যাবে রণবীরকে।
এদিকে আবার রণবীর ভারতে ইংলিশ প্রিমিয়ার লিগের পাশাপাশি ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) সাথে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অংশীদারিত্ব যোগ দিচ্ছেন। আবার এই বছর সল্ট লেক সিটি, উটাহতে তিনি এনবিএ অল-স্টার সেলিব্রিটি গেমেও খেলেছেন। সম্প্রতি সম্প্রতি তিনি আন্তর্জাতিক সংস্থা Tiffany & Co-এর ফ্ল্যাগশিপ স্টোরের পুনরায় লঞ্চের জন্য নিউ ইয়র্কে ছিলেন। প্রসঙ্গত, রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোন ২০২১ সালে হলিউডের ট্যালেন্ট এজেন্সি ICM-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন৷ যাঁদের হয়ে প্রতিনিধিত্ব করে অলিভিয়া কোলম্যান এবং রেজিনা কিং-এর মতো অভিনেতারা৷