বাংলা নিউজ > বায়োস্কোপ > Bollywood Update: শাহরুখ-সলমনের সঙ্গে নতুন প্রজেক্টে সঞ্জয় লীলা বনসালি, থমকে গেল 'বাইজু বাওরা'র কাজ?

Bollywood Update: শাহরুখ-সলমনের সঙ্গে নতুন প্রজেক্টে সঞ্জয় লীলা বনসালি, থমকে গেল 'বাইজু বাওরা'র কাজ?

থমকে গেল বাইজু বাওরার কাজ

Bollywood Update: রণবীর সিং অভিনীত বাইজু বাওরা ছবিটি হচ্ছে না? সঞ্জয় লীলা বনসালি আপাতত এই ছবির কাজ স্থগিত রেখে শাহরুখ এবং সলমনের সঙ্গে অন্য ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলেন! কোন তথ্য প্রকাশ্যে এল?

সঞ্জয় লীলা বনসালির অফিসে একসঙ্গে এখন অনেক কিছুর জট পাকাচ্ছে। কানাঘুষোয় শোনা যাচ্ছে পরিচালক এতদিন ধরে যে ছবি বানানোর কথা ভাবছিলেন রণবীর সিংয়ের সঙ্গে আপাতত নাকি সেই ভাবনা বাদ দিয়েছেন। ১৯৫২ সালে মুক্তিপ্রাপ্ত মীনা কুমারীর ক্লাসিক ছবি বাইজু বাওরার রিমেক করার কথা প্রথমে ভাবছিলেন সঞ্জয় লীলা বনসালি। মুখ্য ভূমিকায় রণবীর সিংকে দেখা যাওয়ার কথা ছিল। কিন্তু শোনা যাচ্ছে অন্তত এখনকার মতো তিনি সেই ভাবনা বাদ দিয়েছেন।

তবে বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এক নতুন খবর। বনসালি নাকি শাহরুখ খানের সঙ্গে একটি নতুন প্রজেক্টে কাজ করতে চলেছেন। তাঁর নাকি একটি নতুন গল্প মাথায় এসেছে। হয় তিনি শাহরুখের সঙ্গে সেই ছবিটি বানাবেন এখন নইলে সলমন খানের সঙ্গে ইনশাল্লাহ ছবির কাজ শুরু করবেন।

শোনা যাচ্ছে, বলিউডের এখন যা পরিস্থিতি, যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা ইন্ডাস্ট্রি সেখানে দাঁড়িয়ে এখন বাইজু বাওরা ছবির জন্য নাকি অত ফান্ড পাওয়া যাচ্ছে না যতটা এই ছবির জন্য দরকার। এই ছবিতে টাকা ঢালার জন্য এখন কোনও প্রযোজক বা স্টুডিওকে পাওয়া যাচ্ছে না বলেই খবর। তবে বনসালি নাকি এই প্রজেক্টের জন্য অনেক খেটেছেন। ফলে এই সিদ্ধান্ত নেওয়া যে তাঁর জন্য কঠিন ছিল সেটা বলার অপেক্ষা রাখে না।

অনুমান করা হচ্ছে যে আগামীতে শীঘ্রই শাহরুখ এবং সলমন হাত মেলাতে চলেছেন পরিচালক সঞ্জয় লীলা বনসালি তাঁ নতুন ছবির জন্য। আবার একটি দুর্দান্ত গল্প উঠে আসতে পারে পরিচালকের হাত ধরে যেমনটা আগে বহুবার হয়েছে।

বন্ধ করুন