রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের মেয়ে দুয়া দেখতে দেখতে তিন মাস পূর্ণ করেছে। সদ্যই মেয়ে কোলে বাপের বাড়ি থেকে মুম্বই ফিরেছেন দীপিকা পাড়ুকোন। মায়ের কোলে ছোট্ট দুয়া লেন্সবন্দি হয়েছিল মুম্বই এয়ারপোর্টে, যদিও মুখ দেখা যায়নি দীপবীরের রাজকুমারীর। দুয়ার তিন মাস পূর্ণ করার খুশিতে ঠাকুমা অঞ্জু ভাবনানি অর্থাৎ রণবীরের মা নিজের একঢাল চুল কেটে ফেললেন। আরও পড়ুন-বেরিয়ে আছে ছোট্ট দু-হাত! মায়ের কোল আঁকড়ে দুয়া, বাপের বাড়ি থেকে মুম্বই ফিরলেন দীপিকা
অঞ্জু ভাবনানির মিষ্টি অঙ্গভঙ্গি
অঞ্জুর ইনস্টাগ্রাম হ্যান্ডেলটি ব্যক্তিগত হলেও, একটি পাপারাজ্জো রণবীরের মায়ের ইনস্টাগ্রাম পোস্টের স্ক্রিনশট শেয়ার করেছে। এতে দেখা যায়, দুয়ার তৃতীয় মাসের জন্মদিন উপলক্ষে অঞ্জু তার চুলের বেশকিছুটা অংশ দান করেছেন। প্রথমটি ছিল অঞ্জু তার দান করা চুলের চারটি বিনুনি দেখিয়ে লেখেন, ‘দান করা চুল’। দ্বিতীয় ছবিতে দান করা চুলের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে দেখিয়েছেন রণবীরের মা।
দুয়ার গর্বিত ঠাকুমা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘শুভ তৃতীয় মাসের জন্মদিন আমার প্রিয়তম দুয়া। এই বিশেষ দিনটি ভালবাসা এবং আশার অঙ্গভঙ্গি দিয়ে চিহ্নিত করলাম। দুয়া একটু একটু করে বেড়ে উঠছে, সেটা আনন্দ এবং সৌন্দর্যের সঙ্গে আমরা উদযাপন করছি। একইসঙ্গে আমাদের মঙ্গলভাব এবং প্রর্থনার শক্তির কথাও স্মরণ করছি। আশা করছি এই ছোট্ট কাজটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া কাউকে সান্ত্বনা ও আত্মবিশ্বাস এনে দিতে পারে।’
মুম্বইয়ে ফিরলেন দুয়া পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন সন্তানের জন্মের পর দীর্ঘসময় বাপের বাড়িতেই ছিলেন। দু-দিন আগেই তিনি মুম্বইতে ফেরেন। গত সপ্তাহে বেঙ্গালুরুতে গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের কনসার্টেও অংশ নিয়েছিলেন দীপিকা। সেটাই ছিল মা হওয়ার পর তাঁর প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স।
সফর শেষে দুয়াকে নিয়ে মুম্বই ফেরেন অভিনেত্রী। পাপারাৎজিদের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের কালিনা বিমানবন্দর থেকে রাজকুমারীকে জড়িয়ে ধরে বেরোচ্ছেন দীপিকা। অভিনেত্রীকে একটি সাধারণ লাল গাউনে মার্জিত দেখাচ্ছিল। মেয়েকে বুকে আঁকড়ে রেখেছিলেন দীপিকা।
রণবীর-দীপিকার রাজকন্যের ছোট্ট দু-হাত দেখেই খুশি ভক্তরা। দীপাবলিতেই মেয়ের নাম প্রকাশ্যে এনেছিলেন দীপিকা-রণবীর। জানিয়েছিলেন, তাঁদের কন্যা সন্তান প্রার্থনার ফল! তাই মেয়ের নাম রেখেছেন দুয়া। সেই নাম নিয়ে কম বিতর্ক হয়নি। কেন মেয়ের হিন্দু নাম রাখেননি,সেই নিয়ে ট্রোলবাহিনীর নিশানায় দীপবীর। অবশ্য সেই বিতর্ককে পাত্তা দেননি নতুন বাবা-মা।
দীপিকাকে শেষ দেখা গিয়েছিল সিংঘম এগেইন ছবিতে। এদিকে রণবীরকে আগামীতে আদিত্য ধরের পরবর্তী অ্যাকশন থ্রিলার এবং ফারহান আখতারের গ্যাংস্টার ড্রামা ডন থ্রি-তে দেখা যাবে।