সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবিতে অনুষ্ঠিত এতিহাদ অ্যারেনায় আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ ইভেন্টে অংশ নিয়েছিলেন রণবীর সিং, বরুণ ধাওয়ান এবং আদিত্য রায় কাপুর। রবিবার ইনস্টাগ্রামে এই ত্রয়ী ম্যাচের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন।
আরও পড়ুন: ('কার্তিক প্রেম করছেন...' জল্পনার আগুনে ঘি ঢাললেন বিদ্যা! কে সেই রহস্যময়ী?)
রণবীর, বরুণ, আদিত্য সংযুক্ত আরব আমিরশাহির অনুষ্ঠানে একসঙ্গে
বরুণ ধাওয়ান তাঁর নিজের ছবি শেয়ার করেছেন এবং তিনি ভেন্যুতে বিভিন্ন পোজ দিয়েছেন। একটি ছবিতে রণবীর ও আদিত্য রায় কাপুরের মাঝখানে বসে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন তিনি। বরুণ নিজে, রণবীর এবং আদিত্যকে নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে তাঁরা বিভিন্ন অভিব্যক্তিতে ধরা দিয়েছেন এবং নিজেদের মধ্যে কথা বলছেন। অন্য একটি ছবিতে রণবীরের সঙ্গে পোজও দিয়েছেন বরুণ।
অনুষ্ঠানে রণবীরের পরনে ছিল রঙিন শার্ট, প্যান্ট ও গাঢ় রঙের সানগ্লাস। জ্যাকেট ও ডেনিমের নিচে কালো টি-শার্ট পরেছিলেন বরুণ। নীল রঙের টি-শার্ট ও প্যান্টে দেখা গেল আদিত্যকে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সময় তিনি এক ঝলকও দিয়েছিলেন। পোস্টটি শেয়ার করে বরুণ লিখেছেন, 'বয়েজ নাইট !! (উটের ইমোজি) see.....@visitabudhabi @yasisland
রণবীর-আদিত্যও ছবি শেয়ার করলেন
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করে রণবীর লিখেছেন, '#UFC308 #inabudhabi আরও একটি গৌরবময় দৃশ্য। আবুধাবি কখনও মিস করে না!" ম্যাচের একটি ক্লিপ পোস্ট করে তিনি লিখেছেন, 'ব্লাডস্পোর্ট'। আদিত্য একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘ইউএফসি ৩০৮!! চলো যাই!’
রণবীর, বরুণ, আদিত্যর সিনেমা
'মেট্রো ইন দিনো' ছবিতে সারা আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে আদিত্যকে। অনুরাগ বসু পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন আলি ফজল, ফাতিমা সানা শেখ, অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠি এবং কঙ্কনা সেন শর্মা। এছাড়াও বরুণের পাইপলাইনে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে, যার মধ্যে রয়েছে সিটাডেল: হানি বানি, বেবি জন, সানি সংস্কারী কি তুলসী কুমারী এবং হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়।
আরও পড়ুন: (যেন হাঁটছেন ‘গীত’, এয়ারপোর্টে ফের নিজেকে ‘জব উই মেট’ লুকে তুলে ধরলেন বেবো)
ভক্তরা রণবীরকে খুব শীঘ্রই রোহিত শেঠির বহু প্রতীক্ষিত সিনেমা ‘সিংহম এগেইন’-এ দেখতে পাবেন, যা দীপাবলিতে মুক্তি পেতে চলেছে। সিনেমায় রণবীর সিম্বার চরিত্রে অভিনয় করবেন। অজয় দেবগণ, করিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত এই সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তাঁর ওপর একটি প্রজেক্টও এখনও ঘোষণা করা হয়নি। যেখানে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপাল। ফারহান আখতারের আগামী ছবি 'ডন থ্রি'তেও অভিনয় করবেন তিনি।