বাংলা নিউজ > বায়োস্কোপ > Vijay Babu: 'পলাতক' বিজয় বাবুর পাসপোর্ট বাতিল করল বিদেশমন্ত্রক, রয়েছে ধর্ষণের অভিযোগ

Vijay Babu: 'পলাতক' বিজয় বাবুর পাসপোর্ট বাতিল করল বিদেশমন্ত্রক, রয়েছে ধর্ষণের অভিযোগ

বিজয় বাবু  (HT_PRINT)

মালায়ালি অভিনেতা ক্যারিবিয়ান কান্ট্রিতে আত্মগোপন করে আছেন বলে সন্দেহ কেরল পুলিশের। শীঘ্রই বিজয় বাবুর নামে রেড কর্নার নোটিশ জারি করতে পারে কেরল পুলিশ। 

ধর্ষণের মামালায় অভিযুক্ত জনপ্রিয় মালায়লাম অভিনেতা তথা প্রযোজক বিজয় বাবুর পাসপোর্ট বাতিল করে দিল বিদেশমন্ত্রক (The External Affairs Ministry)। আগেই অভিনেতার পাসপোর্ট বাতিল করে দিতে বিদেশমন্ত্রকের কাছে অনুরোধ রেখেছিল কেরল পুলিশ। গত মাসেই এক অভিনেত্রীর তরফে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ আনা হয় বিজয় বাবুর বিরুদ্ধে। এরপরই গোপনে দেশ থেকে পালান বিজয় বাবু। 

জানা গিয়েছে, এক মাস সংযুক্ত আরব আমিরশাহিতে লুকিয়ে ছিলেন বিজয় বাবু। এরপর সেখান থেকেও পালিয়েছেন বিজয় বাবু। এই মুহূর্তে ক্যারেবিয়ান কান্ট্রিতে আত্মগোপন করে আছেন অভিনেতা, এমনটাই সন্দেহ পুলিশের। যে সব দেশের সঙ্গে ভারতের প্রত্যাপর্ণ চুক্তি নেই, তেমন দেশেই গা ঢাকা দিয়েছেন অভিনেতা আশঙ্কা কেরল পুলিশের। 

কোচির পুলিশ কমিশনার নাগার্জুন চাক্কিলাম জানিয়েছেন, এরপর ইন্টারপোলের দ্বারস্থ হবেন তাঁরা। তিনি জানান, বিজয় বাবু যদি আগামী কয়েকদিনের মধ্যে আত্মসপর্মণ করে দেন, সেটাই তাঁর পক্ষে বাঞ্ছনীয়। না হলে তাঁর নামে রেড কর্নার নোটিশ জারি করবে কেরল পুলিশ। আগামী কয়েকদিনের মধ্যেই কেরল হাইকোর্টে অভিনেতার আগাম জামিনের শুনানি হবে বলে জানা যাচ্ছে। 

ছবিতে কাজ পাইয়ে দেওয়ার নাম করে দিনের পর দিন তাঁকে ধর্ষণ করেছেন বিজয় বাবু, গত এপ্রিল মাসে এমনই অভিযোগ আনেন এক অভিনেত্রীর। কেরলের এর্নাকুলাম থানায় অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা। তারপর থেকেই পলাতক বিজয় বাবু। 

 

বন্ধ করুন