নেটিজেনরা ভালোবেসে ‘ন্যাশনাল ক্রাশ অফ ইন্ডিয়া’ নাম দিয়েছে রশ্মিকা মন্দনাকে। তবে তাতে কি, সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের হাত থেকে রক্ষা পান না তিনিও। সম্প্রতি এই নিয়ে ইনস্টাগ্রামে একটি দীর্ঘবার্তাও শেয়ার করলেন তিনি।
রশ্মিকা শুরুতেই লিখলেন, ‘কিছু ব্যাপার আছে যা গত কয়েকদিন ধরে, কয়েকসপ্তাহ বা মাস বা বলা যায় বছর ধরে আমাকে যন্ত্রণা দিচ্ছে, আমার মনে হয় এটা নিয়ে এখন কথা বলা দরকার। আমি শুধু নিজের হয়ে কথা বলছি… যা আমার করার দরকার ছিল বছরকয়েক আগেই। সেই কেরিয়ারের শুরু থেকেই ঘৃণার মুখোমুখি হয়ে আসছি। বলা ভালো চারদিকের কিছু ট্রোলারদের জন্য পাঞ্চিং ব্যাগ হয়ে গিয়েছি আমি।’
‘আমি জানি আমি এমন একটা জীবন বেছেছি যার মূল্য দিতে হবে। আমি এমনও আশা করি না যে, প্রতিটা ব্যক্তির থেকে ভালোবাসা মিলবে। কিন্তু এর মানে এই নয় যে, আপনি আমাকে পছন্দ করেন না বলে আমার নামে নেগেটিভ কথাবার্তা ছড়াতে থাকবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি। কিন্তু যখন নেটমাধ্যমে আমাকে হাসির খোরাক বা নিন্দার পাত্র করা হয়, বিশেষ করে এমন জিনিসের জন্য উপহাস করা হয় যা আমি বলিইনি, আমার মন ভেঙে যায়। আপনাদের সবাইকে খুশি করার জন্য আমি কী করছি, তা আমার জানা আছে। তবে ইন্টারনেট জুড়ে যে মিথ্যা ছড়ানো হচ্ছে, তা আমার এবং আমার শিল্পের উপর প্রভাব ফেলছে।’, নিজের বক্তব্যের সঙ্গে জুড়ে দেন রশ্মিকা।
এরপর সকলের উদ্দেশে বার্তা দেন, ‘আমি কিন্তু নিজের জীবনে সমালোচনাকে জায়গা দিয়েছি। কারণ তা আমাকে আরও উন্নতি করতে সাহায্য করবে। কিন্তু তা না হয়ে পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে খারাপতর হয়ে চলেছে। এই ঘৃণার কারণে আমি চাই না একজন মানুষ হিসেবে নিজে বদলে যাই। কারণ বাদবাকিদের থেকে যে ভালোবাসা আর সমর্থন আমি পেয়েছি তা অতুলনীয়। আপনাদের সকলের সমর্থনই আমাকে আজ সাহায্য করেছে এই নিয়ে সরাসরি কথা বলার খোলস ছেড়ে বেড়িয়ে এসে। আমি কঠোর পরিশ্রম চালিয়ে যাব। আরও ভালো ভালো কাজ করব। সবাইকে খুশি করতে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
কমেন্ট সেকশনে রশ্মিকাকে ভালোবাসা আর সমর্থন জানিয়েছেন একাধিক ভক্ত আর সহকর্মী। দুলকির সলমন মন্তব্য করেছেন, ‘ভালোবাসা তাঁদের থেকে আসে যারা তোমার মতো হতে চায়। আর ঘৃণা তাঁদের থেকে আসে যাঁরা চেয়েও তোমার মতো হতে পারবে না। তুমি তুমিই। তুমি অসাধারণ।’
রশ্মিকাকে শেষ দেখা গিয়েছে বলিউড সিনেমা ‘গুড বাই’-তে অমিতাভ বচ্চনের সঙ্গে। এরপর কাজ করবেন অ্যানিমেল-এ রণবীর কাপুরের সঙ্গে। শআহিদ কাপুরের সঙ্গে ওয়েব সিরিজ করারও কথা রয়েছে।