আহমেদাবাদ মোদী স্টেডিয়ামে শুরু হল IPL-এর এই সিজনের প্রথম খেলা। শুক্রবার জমে উঠেছিল উদ্বোধনী অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানেই 'নাটু নাটু' গানে জমিয়ে দিলেন রশ্মিকা মন্দনা। রশ্মিকার সঙ্গে নাচলেন গ্যালারির দর্শকরাও। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে রশ্মিকার 'নাটু নাটু' গানে নাচের ভিডিয়ো। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম্যান্সের জন্য রশ্মিকা বেছে নিয়েছিলেন ভারতীয় পোশাক, গর্জাস সাদা-সোনালি রঙের লেহেঙ্গা।
IPL-এর অ্যাকাউন্ট থেকে রশ্মিকার নাচের ভিডিয়োটি পোস্ট করার হয়েছে। যেটি পোস্ট করা মাত্রই ৯.৯ লক্ষ মানুষ দেখে ফেলেছে। লাইক করেছেন ২.৬ লক্ষ মানুষ। কমেন্ট উঠে এসেছে কয়েকশো। রশ্মিকার নাচের ভিডিয়ো দেখে একজন লিখেছেন, ‘ আমাদের রানি’। কেউ লিখেছেন, ‘রশ্মিকার অসাধারণ পারফরম্যান্স’। কেউ আাবার হার্ট ইমোজি দিয়েছেন। প্রসঙ্গত RRR-এর 'নাটু নাটু' গানটি অস্কার জিতে নেওয়ার পর এখন সর্বত্রই এখন এই গানের জয়জয়কার।
আরও পড়ুন-এক্কেবারে মাটির মানুষ অরিজিৎ! ভরা মাঠেই ধোনির পায়ে হাত দিয়ে প্রণাম সুপারস্টারের
এদিকে শুধু রশ্মিকা মন্দনাই নয়, গোটা IPL-এর উদ্বোধনী অনুষ্ঠান জুড়ে ছিল দক্ষিণী তারকাদের রমরমা। সেখানে বলিউড তারকাদের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। এদিনের অনুষ্ঠান রশ্মিকা ছাড়াও দেখা যায় তমান্না ভাটিয়াকে। তিনিও ‘তুম তুম’ সহ বেশকিছু জনপ্রিয় গানে পারফর্ম করেন। এদিন তমান্নার পরনে ছিল সিমারি বডি স্য়ুট ড্রেস। তমান্নার নাচের ভিডিয়োটিও IPL-এর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে।
আরও পড়ুন-আদিরা ‘প্রি-ম্যাচিওর বেবি’, ওর জন্মের পর ২ মাস আমার কাছে খুব কঠিন ছিল : রানি
প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে চারিদিকে দক্ষিণী ছবি ও গানের রমরমা। বিশেষত, 'পুষ্পা দা রাইজ'-এর ‘সামি সামি’, ‘ও অন্তভা’র মতো গান গোটা দেশ মাতিয়ে রেখেছে। এই গানগুলিতে পারফর্ম করতে দেখা গেল তমান্নাকে। এছাড়াও বলিউডের গানেও পারফর্ম করতে দেখা গিয়েছে তমান্না ভাটিয়াকে। এদিনের অনুষ্ঠানে বলিউড বলতে ছিল শুধুই অরিজিৎ সিং-এর পারফরম্যান্স।