বেশ কয়েকদিন ধরেই অভিনেত্রী রশ্মিকা মান্দানা সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছেন। সম্প্রতি তিনি তাঁর ভক্তদের সঙ্গে একটি স্বাস্থ্য আপডেট শেয়ার করেছেন যে গত মাসে তিনি একটি ছোট দুর্ঘটনার শিকার হয়েছিলেন এবং সুস্থতার পথে রয়েছেন। তিনি প্রকাশ করেছেন যে একই কারণে তিনি সোশ্যাল মিডিয়া থেকে অনুপস্থিত ছিলেন।
আরও পড়ুন: (অ্যাপেল ইভেন্টে অদিতি-সিদ্ধার্থ, দেখা করলেন টিম কুকের সঙ্গে)
সোশ্যাল মিডিয়া বন্ধ
সোমবার, অভিনেত্রী তাঁর স্বাস্থ্য সম্পর্কে একটি আপডেট শেয়ার করতে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম এবং এক্সকে বেছে নেন। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও তিনি এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানান।
চশমা পরা অবস্থায় মাথা ধরে ক্যাজুয়াল লুক নিয়ে নিজের একটি ছবিও শেয়ার করেছেন তিনি। তিনি ক্যাপশনে লেখেন, 'হ্যালো বন্ধুরা। কেমন আছেন আপনারা? আমি এখানে আসার পর থেকে বেশ কিছুদিন কেটে গিয়েছে বা আমাকে জনসমক্ষে দেখা গিয়েছে।
অভিনেত্রী আরও বলেন, ‘গত মাসে আমি খুব বেশি সক্রিয় ছিলাম না কারণ আমার একটি ছোট দুর্ঘটনা হয়েছিল (একটি ছোটখাটো) এবং আমি সুস্থ হয়ে উঠছিলাম। ডাক্তাররা আমাকে যেমন বলেছিলেন তেমন বাড়িতেই থাকছিলাম। আমি এখন আরও ভালো আছি।’
আরও পড়ুন: (দ্বিতীয় ছবিতেই আলিয়ার সঙ্গে স্ক্রিন ভাগ, তবুও বেদাং বললেন, 'নিজের পরিচয় ভোলা যাবে না...')
রশ্মিকা তাঁর ভার্চুয়াল ফ্যামিলির সকলকে তাঁদের স্বাস্থ্যকে উপেক্ষা না করার জন্য অনুরোধ করে পোস্টটি ব্যবহার করে লিখেছেন, ‘নিজের যত্ন নেওয়াকে অগ্রাধিকার দিন - সর্বদা !! কারণ জীবন অত্যন্ত ভঙ্গুর এবং সংক্ষিপ্ত এবং আমরা জানি না যে আমাদের আগামীকাল থাকবে কিনা তাই প্রতিদিন সুখ বেছে নিন।’
হালকা সুরে শেষ করে অভিনেতা শেয়ার করেছেন, ‘পুনশ্চ: আরেকটি আপডেট আমি এখন প্রচুর লাড্ডু খাচ্ছি (হাসি এবং বানরের ইমোজি)।’
ভক্তরা শুভেচ্ছা পাঠাচ্ছেন পোস্টটি
লাইভ হওয়ার সঙ্গে সঙ্গেই মন্তব্য বিভাগটি শুভকামনায় প্লাবিত হয়, তাঁর ভক্তরা তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেন।
একজন লিখেছেন, 'আমার মেয়ে ফিরে এসেছে এবং আমি খুশি যে তুমি এখন ভালো আছো', একজন লিখেছেন, 'তুমি ভালো আছো শুনে খুব খুশি হয়েছি রশ্মিকা। সেই ইতিবাচক দিকগুলি জ্বলজ্বল করতে থাকুক! আর সেই লাড্ডু উপভোগ করো।
একজন মন্তব্য করেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। ক্লান্ত হবেন না। স্বাস্থ্যই সম্পদ।’ কজন লিখেছেন, ‘টেক কেয়ার রশ্মিকা’। অপর একজনের কথায়, ‘আপনার দ্রুত আরোগ্য কামনা করি। কজন শেয়ার করেছেন, ’ওহ আমার কিউটি খুব বেশি কিউটনেস ওভারলোডেড। সাবধানে থেকো রাশু। আমরা তোমাকে অনেক ভালোবাসি। আরেকজন লিখেছেন, 'গেট ওয়েল সুন রশ্মিকা কিউটি', একজন লিখেছেন, ‘আপনি ভালো বোধ করছেন শুনে খুব খুশি হলাম। দুর্ঘটনা কঠিন হতে পারে, তবে আপনাকে এমন ইতিবাচকতা এবং শক্তি নিয়ে ফিরে আসতে দেখে খুব ভাল লাগছে। সেই ভালো ভাইবসগুলি ছড়িয়ে দিতে থাকুন।’
আরও পড়ুন: (ট্রোলারদের মুখে ঝামা ঘষো বিয়ের পর প্রথম গণেশপুজো উদযাপন সোনাক্ষী-জাহিরের, কী কী আয়োজন করলেন?)
কাজের ক্ষেত্রে
রশ্মিকাকে সর্বশেষ রণবীর কাপুরের সঙ্গে অ্যানিম্যাল ছবিতে দেখা গিয়েছিল। এরপর তিনি 'পুষ্পা ২: দ্য রুল'-এ শ্রীবল্লীর ভূমিকায় অভিনয় করবেন, যা আল্লু অর্জুনেরও কামব্যাক ছবি। তাঁর পাইপলাইনে রয়েছে সিকান্দারিনও , যেখানে তাঁকে অভিনেতা সলমান খানের সাথে পর্দা ভাগ করে নিতে দেখা যাবে। ‘ছাওয়া’ ছবিতে তাঁকে দেখা যাবে ভিকি কৌশলের বিপরীতে।