জিম করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন অভিনেত্রী রশ্মিকা মন্দন্না। বর্তমানে কেমন আছেন নায়িকা? নিজেই তাঁর স্বাস্থ্যের আপডেট দিয়ে, একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী। শনিবার ইনস্টাগ্রামে নিজের ছবিও পোস্ট করেছিলেন রশ্মিকা।
পায়ে ব্যথার জন্য আপাতত কিছুদিন কর্ম বিরতিতেই থাকছেন নায়িকা। কিন্তু একাধিক কাজ তাঁর পাইপলাইনে, পাশাপাশি রয়েছে ছবির প্রচারও। তাই 'সিকন্দর' থেকে ‘থামা’, ‘কুবের’ ছবির পরিচালকদের কাছে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী। সঙ্গে সকলকে আশ্বস্তও করেছেন যে তিনি শীঘ্রই কাজে ফিরবেন।
অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, তিনি একটি চেয়ারে বসে রয়েছেন। তাঁর সামনে রাখা একটি টেবিল। সেখানেই একটি কুশনের উপর নিজের আহত পা উঁচু করে রেখে বসে আছেন। তবে অভিনেত্রীর মুখে কোনও যন্ত্রণা বা দুঃখের ছাপ নেই। ক্যামেরার সামনে তাঁকে নানা ভঙ্গিতে পোজ দিতে দেখা গিয়েছে। ছবিতে রশ্মিকার পরনে ছিল একটি ঢিলেঢালা শার্ট ও ট্রাউজার।
আরও পড়ুন: 'এত সমস্যা...', প্রশ্মিতার সঙ্গে বিয়ে হয়েছে এখনও ১ বছর হয়নি, তার মধ্যে কেন এমন লিখলেন অনুপম?
ছবিটি শেয়ার করে নায়িকা লিখেছেন, ‘ওকে... হ্যাপি নিউ ইয়ার টু মি! জিমে গিয়ে আমি নিজেকেই নিজে আহত করেছি। এখন আমি আগামী কত সপ্তাহ বা কত মাসের জন্য এই ‘হপ মোডে’ থাকব তা কেবল ঈশ্বরই জানেন। তারপর আমি ‘থামা’, ‘সিকান্দার’ এবং ‘কুবের’ -এর সেটে ফিরে যাব!'
তিনি আরও লেখেন, ‘এখন কাজ করতে না পারার জন্য আমার পরিচালকদের কাছে আমি দুঃখিত... আমার পা ঠিক হয়ে গেলেই আমি শীঘ্রই কাজে ফিরে আসব। এর মধ্যে, যদি আপনাদের আমাকে প্রয়োজন হয়... তাহলে আমি খরগোশের মতো আরও অ্যাডভান্স লেভেলের ওয়ার্কআউট করব।’
রশ্মিকার সঙ্গে কী ঘটেছিল?
সম্প্রতি রশ্মিকার ঘনিষ্ঠ এক সূত্র থেকে হিন্দুস্তান টাইমসকে জানানো হয়েছিল যে, ‘রশ্মিকা সম্প্রতি জিমে ওয়ার্কআউট করতে গিয়ে চোট পেয়েছেন। তবে খুব গুরুতর কিছু নয়। বিশ্রাম নিয়ে আপাতত তিনি সুস্থ হয়ে উঠছেন। তবে পায়ের এই চোটের জন্য তাঁর পরবর্তী কাজগুলির শ্যুটিং সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছে। তবে খুব শীঘ্রই কাজ শুরু করবেন তিনি!’
কাজের সূত্রে, 'পুষ্পা ২: দ্য রুল'-এর তাঁকে সর্বশেষ দেখা গিয়েছে। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন আল্লু অর্জুন। সুকুমার পরিচালিত এই ছবিতে তাঁরা ছাড়াও অভিনয় করেছেন ফাহাদ ফাসিল তাঁকে প্রধান খলনায়ক 'ভানওয়ার সিং শেখাওয়াত'-এর চরিত্রে দেখা গিয়েছে।
এরপর 'সিকান্দার' সিনেমায় সলমন খানের বিপরীতে দেখা যাবে রশ্মিকাকে। ছবিতে সলমন খানকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। তাঁরা ছাড়াও এই ছবিতে রয়েছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শরমন যোশী এবং প্রতীক বব্বর। ছবিটি ২০২৫ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
তাছাড়া রাহুল রবীন্দ্রনের পরিচালনায় 'দ্য গার্লফ্রেন্ড'-এ অভিনয় করবেন রশ্মিকা। সম্প্রতি ছবির টিজারও প্রকাশ এসেছে। ছবিতে বিজয় দেবেরাকোন্ডাকে নায়িকার বিপরীতে দেখা যাবে। গুঞ্জন তাঁর সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে রয়েছেন রশ্মিকা। তাছাড়াও তাঁর পাইপলাইনে রয়েছে ‘থামা’, ‘ছাভা’ এবং ‘কুবের’।