রশ্মিকা মন্দনা ‘অ্যানিম্যাল’ এবং ‘পুষ্পা ২: দ্য রুল’-এর মতো ছবির মাধ্যমে বিনোদন জগতে আলাদাভাবে নজর কেড়েছেন, প্রকৃত অর্থেই হয়ে উঠেছেন সুপারস্টার। কিন্তু তা নিয়ে তাঁকে কখন অহংকার বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে দেখা যায়নি। এত সাফল্যের পরও অভিনেত্রী নম্র ভাবে সকলের সঙ্গে কীভাবে আচরণ করেন? এই বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন রশ্মিকা।
ফেমিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার ছবির পর পর সাফল্য সত্ত্বেও যে নম্র থাকতে বিশ্বাসী সে কথাই ভাগ করে নিয়েছেন। কন্নড় থেকে তেলুগু, তামিল ও হিন্দি সিনেমায় পরিচিত মুখ হয়ে ওঠা রশ্মিকা অনেকটা পথ পাড়ি দিয়েছেন এই জায়গায় পৌঁছতে। অভিনেত্রী সাক্ষাৎকারে জানিয়েছেন যে, সুপারস্টারডম অর্জনের চেয়ে তাঁর কাছে গুরুত্বপূর্ণ লক্ষ্য মানুষের মুখে হাসি ফোটানো। তিনি আরও জানান যে, তিনি যাই অর্জন করুন না কেন তিনি তাঁর শিকড়কে কখনওই ভুলে যাবেন না।
আরও পড়ুন: 'সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা…' বিচ্ছেদ থেকে পৃথার সঙ্গে দাম্পত্য নিয়ে আনকাট সুদীপ
তিনি বলেন, ‘সৌভাগ্যবশত নম্রতার জন্য আমার বাড়তি কোনও প্রচেষ্টার প্রয়োজন পড়ে না। আমরা যে সমস্ত জিনিস চাই, আমরা যা উপভোগ করি, এই সমস্ত বিলাসিতা এই মুহুর্তে আছে তো পর মুহূর্তে নেই। আর এই চেতনাটা আমাকে শিকড়ের সঙ্গে জুড়ে রাখে।’
কিন্তু এত কিছু সত্ত্বেও তিনি মাটিতে পা রেখে চলার শক্তি পান কাদের থেকে? রশ্মিকা এর জন্য তাঁর পরিবার এবং বন্ধুদেরও কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘ওঁরা আমার জীবনে সঠিক মানুষ, ওঁরাই আমাকে আমার শিকড়ের সঙ্গে জুড়ে রেখেছে... তাই ওঁরাও আমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সত্যিই সাহায্য করে। আপনারা জানেন? এঁরাই সব সময় আমাকে ভালোবাসতে শেখান।'
আরও পড়ুন: ‘কাজের থেকে বেশি পরিবারকে সময় দিয়েছি…’, ঋত্বিকের সঙ্গে দাম্পত্য নিয়ে অকপট অপরাজিতা
রশ্মিকার ক্যারিয়ার সম্পর্কে
রশ্মিকার শেষ দুটি ছবি ব্যাপক হিট ছিল। একটি হল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি 'অ্যানিম্যাল'। সেখানে তাঁকে রণবীর কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল। আর একটি ছবি হল সুকুমার পরিচালিত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’। ২০২৪ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিতে তিনি আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছিলেন। দুটি ছবিতেই নায়িকার অভিনয় বেশ প্রশংসা পেয়েছিল।
হিন্দিতে ‘ছাবা', ‘সিকান্দার’ এবং ‘থামা’ এবং তেলুগুতে ‘দ্য গার্লফ্রেন্ড’ এবং ‘কুবের’ -সহ অভিনেতার পাইপলাইনে অসংখ্য ছবি রয়েছে। 'ছাবা' ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এবং বাকি ছবিগুলির মুক্তির তারিখগুলি এখনও প্রকাশ্যে আসেনি।