শুধু 'পুষ্পা'র মতো সিনেমাতেই মারপিট করে খান্ত নন, বাস্তবেও বেশ প্রাণবন্ত পর্দার 'শ্রীবল্লী' রশ্মিকা মান্দানা। সম্প্রতি পায়ে গুরুতর চোট পেয়েছেন, এমনকি চোট গুরুতর হওয়ায় প্লাস্টারও করাতে হয়েছে তাঁকে। তবে তাতে কি! ভাবখানা এমন যে 'দ্যা শো মাস্ট গো অন'। আর তাই হয়ত সময়মতো মুম্বই রওনা হতে বুধবার হায়দরাবাদ বিমানবন্দরে পৌঁছে গেলেন রশ্মিকা মান্দানা।
সম্প্রতি জিমে গিয়ে পায়ে গুরুতর আঘাত পান অভিনেত্রী রশ্মিকা মান্দান্না। এমনই সেই আঘাত এতটাই গুরুতর যে হাঁটতেও পারছেন না অভিনেত্রী। বুধবার তিনি যখন হায়দরাবাদ বিমানবন্দরে এলেন, তখনও খোঁড়াতে দেখা যায় তাঁকে। রশ্মিকার অস্বস্তি ছিল বেশ স্পষ্ট। তবে পূর্ব প্রতিশ্রুতি মতো মুম্বই তাঁকে যেতেই হত। কারণটা 'ছাবা' ছবির প্রচার। অগত্যা তাই হুইল চেয়ারই ছিল ভরসা। এদিন রশ্মিকা যখন নিজের গাড়ি থেকে নামেন, তখনও তাঁকে খোঁড়াতে দেখা যায়। সেভাবেই তিনি বিমানবন্দরের গেটে পৌঁছনোর চেষ্টা করছিলেন। তবে তাঁর টিমের সদস্যরা তাঁকে হুইলচেয়ার এনে দেন।
আরও পড়ুন-ইন্দ্রনীলের সঙ্গে ডিভোর্স মামলা চলছে, তখন করণবীরের চুমু দেওয়ার ছবি দিয়ে কী লিখলেন বরখা?
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই তাঁর অনুরাগীরা দ্রুত আরোগ্য কামনা করেছেন। একজন লেখেন ‘গেট ওয়েল সুন’, কারোর আবার মন্তব্য ‘গেট ওয়েল সুন কিউটি, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন!’ একজন লেখেন, ‘ওহ মাই গড গেট ওয়েল সুন ম্যাম’। কেউ আশ্বাস দিয়ে বলেন, ‘খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন রশ্মিকা গারু।’
এদিকে পায়ে চোটের কারণেই এই মুহূর্তে ‘সিকন্দর’ ছবির শ্যুটিং করতে পারছেন না রশ্মিকা মান্দানা। সময় মতো সুস্থ হয়েই তিনি ‘থামা’, ‘সিকন্দর’ এবং ‘কুবেরা’র সেটে পৌঁছে যাবেন।
রশ্মিকার ছাবা
রশ্মিকাকে আগামীতে দেখা যাবে ‘ছাবা’ ছবিতে। এই পিরিয়ড ড্রামায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'ছাবা'। ছবিতে ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশলকে। আর মহারানি ইয়েসুবাঈ ছিলেন মারাঠা শাসকের স্ত্রী, যাঁকে কিনা মারাঠা রাজ্যের ছত্রপতি মহারানি হিসাবে উল্লেখ করা হয়। 'ছাবা' ছবিতে রশ্মিকার লুক মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে।
ম্যাডক ফিল্মস প্রযোজিত ও লক্ষ্মণ উতেকর পরিচালিত এই ছবিতে রয়েছেন অক্ষয় খান্না।