বাংলা নিউজ > বায়োস্কোপ > Rashmika Mandanna watches Pathaan: 'দারুণ লাগল', পাঠানের রংবাজির সাক্ষী থাকল অ্যানিমাল, ইনস্টায় কী লিখলেন রশ্মিকা?

Rashmika Mandanna watches Pathaan: 'দারুণ লাগল', পাঠানের রংবাজির সাক্ষী থাকল অ্যানিমাল, ইনস্টায় কী লিখলেন রশ্মিকা?

পাঠানের রংবাজির সাক্ষী থাকল অ্যানিমেল

Rashmika Mandanna watches Pathaan: অ্যানিমালর গোটা টিম মিলে পাঠান দেখলেন! উপস্থিত ছিলেন রণবীর কাপুর থেকে রশ্মিকা মন্দানা সহ সকলেই।

পাঠান ক্রেজে মাতোয়ারা গোটা দেশ। সিনেমাপ্রেমীদের থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে এই ছবি। বোঝাই যাচ্ছে গত চার বছর ধরে সকলেই এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কারণ দীর্ঘ চার বছর পরই তো এই ছবির হাত ধরে বড়পর্দায় ফিরলেন শাহরুখ খান। সিনেমা হলগুলোকে দর্শকরা রীতিমত ক্লাব বানিয়ে ফেলেছেন। ছবির শেষে সকলেই ঝুমে জো পাঠান গানে নাচছেন। একটা উৎসব পড়ে গিয়েছে যেন গোটা দেশ জুড়ে।

সিদ্ধার্থ আনন্দের এই ছবি দর্শক থেকে সমালোচক, সেলেব থেকে সাধারণ মানুষ সকলের থেকে দারুণ সাড়া পাচ্ছে। এবার সেই দলে নাম লেখালেন অ্যানিমাল ছবির টিম। রশ্মিকা মন্দানা, রণবীর কাপুর সহ এই ছবির সকলে একসঙ্গে মিলে শাহরুখের পাঠান ছবিটি উপভোগ করলেন।

ছবিতে অভিনেত্রী রশ্মিকা মন্দানা ছাড়াও রণবীর কাপুর এবং অ্যানিমাল ছবির গোটা টিমকে দেখা গিয়েছে। অভিনেত্রী ভূয়সী প্রশংসা করেন এই ছবির। তিনি শাহরুখ খান সহ দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম এবং অবশ্যই পরিচালক এবং যশ রাজ ফিল্মসকে ধন্যবাদ জানান এমন দুর্দান্ত একটি ছবি উপহার দেওয়ার জন্য।

রশ্মিকা এই ছবিটি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, 'টিম অ্যানিমাল পাঠান দেখল এবং দারুণ মজা করল। শাহরুখ খান স্যার, দীপিকা ম্যাম, জন আব্রাহাম স্যার দারুণ লাগল। অনেক ধন্যবাদ এই ছবিটির জন্য। শুভেচ্ছা জানাই সিদ্ধার্থ আনন্দ স্যার এবং যশ রাজ ফিল্মসকে।'

<p>রশ্মিকার পোস্ট</p>

রশ্মিকার পোস্ট

রশ্মিকা মন্দানাকে শেষবার মিশন মজনু ছবিতে দেখা গিয়েছে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু ছবিটি দেরি করে মুক্তি পাওয়ায়, তাঁকে অমিতাভ বচ্চনের সঙ্গে গুডবাই ছবিতে আগে দেখা যায়।

তাঁকে আগামীতে পুষ্পা ২ ছবিতে দেখা যেতে চলেছে আল্লু অর্জুনের সঙ্গেই তবে বর্তমানে তিনি সন্দীপ রেড্ডির অ্যানিমেল ছবির শ্যুটিংয়ে ব্যস্ত আছেন। তাঁর সঙ্গে এখানে রণবীর কাপুরকে দেখা যাবে।

বন্ধ করুন