টাটা গ্রুপকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। যাতেই হাত দিয়েছেন তাতেই যেন সোনা ফলিয়েছেন তিনি। কেবল একটি বিনিয়োগ ছাড়া। বলিউডে পা রেখেই লোকসানের মুখ দেখেন রতন টাটা। একটার পর আর দ্বিতীয় ছবিতে বিনিয়োগ করেননি তারপর। কোন ছবি জানেন?
আরও পড়ুন: নবরাত্রিতে দুঃস্থ শিশুদের সঙ্গে জিৎ - পুত্রর খেলা! দেবীর আরাধনায় মানবসেবায় ব্রতী বাংলার 'বস'
কী ঘটেছিল?
টাটা গ্রুপ খেলা থেকে উড়ান, স্টিল থেকে খাবার সর্বত্রই নিজেদের ছাপ রেখেছে। এক বিনোদন ছাড়া। বহুদিন বিনোদন জগৎ থেকে দূরে ছিল টাটা গ্রুপ। কিন্তু অমিতাভ বচ্চনের কথায় সেখানে বিনিয়োগ করেন রতন টাটা। কিন্তু সফলতা আসেনি। বক্স অফিসে ভরাডুবি হয় সেই ছবির। এরপর আর কোনও ছবিতে বিনিয়োগ করেননি তিনি।
২০০৪ সালে রতন টাটা ফিল্ম মেকিংয়ের দুনিয়ায় পা রাখেন প্রযোজক হিসেবে। বিক্রম ভাটের রোমান্টিক থ্রিলার ছবি এতবারে বিনিয়োগ করেন তিনি। সেই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন, জন আব্রাহাম, বিপাশা বসুকে। টাটা বিএসএস ব্যানারে তৈরি হয় ছবিটি। সম্পর্কের নানা দিক উঠে আসে ছবিটিতে। কিন্তু দর্শকদের মনে দাগ কাটতে পারেনি ছবিটি।
৯.৫ কোটি টাকার বাজেট ছিল ছবিটির। কিন্তু ভারতীয় বক্স অফিসে ছবিটি মাত্র ৫ কোটি এবং বিশ্বজুড়ে ৮ কোটি টাকা আয় করেছিল। ছবিটি দর্শক তো বটেই, সমালোচকদের মনেও ধরেনি। খারাপ সংলাপ, দৃশ্যের জন্য তুমুল সমালোচিত হয়েছিল।
রতন টাটার প্রয়াণ
৯ অক্টোবর মুম্বইয়ের একটি হাসপাতালে রাত সাড়ে ১১ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। ১০ অক্টোবর মুম্বইয়ের ওয়ার্লি শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। পার্সি হলেও হিন্দু নিয়ম মেনেই শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর এদিন।