খাদান আসছে। আর সেই কথা বছরের শুরুতেই দেব ঘোষণা করেছিলেন। যিশু সেনগুপ্ত এবং তাঁকে আবারও জুলফিকার ছবির পর এই ছবিতে দেখা যাবে। তাঁদের দুজনকে ঘিরেই আবর্তিত হবে এই ছবির গল্প। এবার এই ছবির বিষয়ে আরও আপডেট পাওয়া গেল। জানা গেল ছবির শ্যুটিংয়ের পাশাপাশি চলছে এই ছবির গানের রেকর্ডিংয়ের কাজ। আর সেটার জন্যই মুম্বই উড়ে গিয়েছেন রথিজিৎ ভট্টাচার্য।
আরও পড়ুন: আরণ্যক-গরিমার বাগদানেই প্রকাশ্যে আসবে রোশনাইয়ের বিয়ের রহস্য! সবাই কি জেনে যাবে নায়িকার বর কে?
কী ঘটেছে?
শনিবারই দেব তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি আপডেট করে অনুরাগীদের জিজ্ঞেস করেন তাঁরা বছরের সেরা ঘোষণা এবং চমকের জন্য প্রস্তুত কিনা। যদিও কী বিষয়ে তিনি কী ঘোষণা করতে চলেছেন সেটা জানাননি। অন্যদিকে সারেগামাপার শ্যুটিং কাজ ফেলে বর্তমানে মুম্বই উড়ে গিয়েছেন রথিজিৎ ভট্টাচার্য। এদিন যশরাজ স্টুডিওজের সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলে সেটা পোস্ট করে জানান 'আকর্ষণীয় কিছু আসতে চলেছে।' যদিও কী সেটা আভাস দেননি। তবে তাঁদের দুজনের এই পোস্ট দেখে দুইয়ে দুইয়ে চার করেছেন অনেকেই যে খাদানের বিষয়েই হয়তো চমক আসতে চলেছে।
আনন্দবাজারের তরফে এদিন একটি রিপোর্টে জানানো হয় রথিজিৎ ভট্টাচার্য নাকি খাদান ছবিটির গানের রেকর্ডিংয়ের জন্যই সেখানে গিয়েছেন। ঋতম সেনের লেখা গানে তিনি সুর দিয়েছেন। এবং তিনিই গাইলেন সেই গান।
তবে দেব এখন কোন খবর দেন সেটাই দেখার। যদিও ছবির পরিচালক সুজিত রিনো দত্ত এখনই এই ছবির বিষয়ে মুখ খুলতে নারাজ। অন্যদিকে কিছুদিন আগেই জানা গিয়েছে এইবার শীতে অভিজিৎ সেনের পরিচালনায় দেবের ছবি আসবে না। বরং তার জায়গায় নাকি খাদানই সেই সময় মুক্তি পাবে।
দেবের অন্যান্য ছবি এবং কাজ
দেবকে আগামীতে খাদান ছাড়াও সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা ছবিতে দেখা যাবে। সেখানে তাঁর সঙ্গে থাকবেন স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, প্রমুখ। অন্যদিকে সদ্যই তাঁর এবং অভিজিৎ সেনের জুটির চতুর্থ ছবির কথা ঘোষণা করা হয়েছে। এই ছবির নাম প্রতীক্ষা। এখানে দেবের বিপরীতে দেখা যাবে তাসনিয়া ফারিনকে। তিনি বাংলাদেশের অভিনেত্রী। থাকবেন মিঠুন চক্রবর্তীও।