বাংলা নিউজ > বায়োস্কোপ > Khadan Update: সারেগামাপা ফেলে মুম্বইতে রথিজিৎ, চুপিসারে চলল দেবের খাদানের গানের রেকর্ডিং, কবে আসছে ছবি?

Khadan Update: সারেগামাপা ফেলে মুম্বইতে রথিজিৎ, চুপিসারে চলল দেবের খাদানের গানের রেকর্ডিং, কবে আসছে ছবি?

চুপিসারে চলল দেবের খাদানের গানের রেকর্ডিং, কবে আসছে ছবি?

Khadan Update: আসছে খাদান। যদিও কবে মুক্তি পাবে ছবিটি সেটার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে জানা গেল এই ছবির শ্যুটিংয়ের পাশাপাশি চলছে ছবির গান রেকর্ডিংয়ের পালা। আর তার জন্যই মুম্বই উড়ে গেলেন রথিজিৎ ভট্টাচার্য।

খাদান আসছে। আর সেই কথা বছরের শুরুতেই দেব ঘোষণা করেছিলেন। যিশু সেনগুপ্ত এবং তাঁকে আবারও জুলফিকার ছবির পর এই ছবিতে দেখা যাবে। তাঁদের দুজনকে ঘিরেই আবর্তিত হবে এই ছবির গল্প। এবার এই ছবির বিষয়ে আরও আপডেট পাওয়া গেল। জানা গেল ছবির শ্যুটিংয়ের পাশাপাশি চলছে এই ছবির গানের রেকর্ডিংয়ের কাজ। আর সেটার জন্যই মুম্বই উড়ে গিয়েছেন রথিজিৎ ভট্টাচার্য।

আরও পড়ুন: আরণ্যক-গরিমার বাগদানেই প্রকাশ্যে আসবে রোশনাইয়ের বিয়ের রহস্য! সবাই কি জেনে যাবে নায়িকার বর কে?

আরও পড়ুন: বলিউডে ১৩ বছর পার, তাও গায়ে পর্ন তারকার তকমা লেগে! ক্ষুব্ধ সানি বললেন, 'এখনও এটা নিয়ে কেন কথা হয়?'

কী ঘটেছে?

শনিবারই দেব তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি আপডেট করে অনুরাগীদের জিজ্ঞেস করেন তাঁরা বছরের সেরা ঘোষণা এবং চমকের জন্য প্রস্তুত কিনা। যদিও কী বিষয়ে তিনি কী ঘোষণা করতে চলেছেন সেটা জানাননি। অন্যদিকে সারেগামাপার শ্যুটিং কাজ ফেলে বর্তমানে মুম্বই উড়ে গিয়েছেন রথিজিৎ ভট্টাচার্য। এদিন যশরাজ স্টুডিওজের সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলে সেটা পোস্ট করে জানান 'আকর্ষণীয় কিছু আসতে চলেছে।' যদিও কী সেটা আভাস দেননি। তবে তাঁদের দুজনের এই পোস্ট দেখে দুইয়ে দুইয়ে চার করেছেন অনেকেই যে খাদানের বিষয়েই হয়তো চমক আসতে চলেছে।

আনন্দবাজারের তরফে এদিন একটি রিপোর্টে জানানো হয় রথিজিৎ ভট্টাচার্য নাকি খাদান ছবিটির গানের রেকর্ডিংয়ের জন্যই সেখানে গিয়েছেন। ঋতম সেনের লেখা গানে তিনি সুর দিয়েছেন। এবং তিনিই গাইলেন সেই গান।

তবে দেব এখন কোন খবর দেন সেটাই দেখার। যদিও ছবির পরিচালক সুজিত রিনো দত্ত এখনই এই ছবির বিষয়ে মুখ খুলতে নারাজ। অন্যদিকে কিছুদিন আগেই জানা গিয়েছে এইবার শীতে অভিজিৎ সেনের পরিচালনায় দেবের ছবি আসবে না। বরং তার জায়গায় নাকি খাদানই সেই সময় মুক্তি পাবে।

আরও পড়ুন: বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রায় হাজির স্কটল্যান্ডের বাসিন্দা, শ্রদ্ধা জানাতে বিদেশি ভাষাতেই ধরলেন গান!

দেবের অন্যান্য ছবি এবং কাজ

দেবকে আগামীতে খাদান ছাড়াও সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা ছবিতে দেখা যাবে। সেখানে তাঁর সঙ্গে থাকবেন স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, প্রমুখ। অন্যদিকে সদ্যই তাঁর এবং অভিজিৎ সেনের জুটির চতুর্থ ছবির কথা ঘোষণা করা হয়েছে। এই ছবির নাম প্রতীক্ষা। এখানে দেবের বিপরীতে দেখা যাবে তাসনিয়া ফারিনকে। তিনি বাংলাদেশের অভিনেত্রী। থাকবেন মিঠুন চক্রবর্তীও।

বায়োস্কোপ খবর

Latest News

সূর্যর দিকে শনির তির্যক দৃষ্টি, তৈরি হয়েছে ষড়ষ্টক যোগ, ৫ রাশি হবে ঝড়ের সন্মুখীন তাঁবুতে বসেই চিকিৎসা করছেন সিনিয়র, লড়াইয়ের পাঠশালায় রোগীর পাশে জুনিয়ররাও বিচ্ছেদের গুঞ্জন, তার মাঝেই SIIMA 2024- এ ঐশ্বর্যের জয়ের পর কী লিখলেন অমিতাভ? ‘আমরাও কল্কি বুঝতে পারিনি…’ অমিতাভকে কেন এমন বললেন নাতি নাত্নিরা? 'জি করদা' গানে বাড়িতেই জমিয়ে নাচ শাহিদ কাপুরের ‘‌জুনিয়র ডাক্তাররা বাচ্চা ছেলেমেয়ে’‌, কলকাতার মেয়র স্মরণ করালেন তাঁদের কর্তব্য নিজেরা ফাইনালে ওঠেনি,ভারত উঠেছে! তাই চিনকে সমর্থন পাকিস্তানের!মুখে ঝামা ঘষল ভারত সঞ্জয় রায়কে আগে থেকেই চিনতেন টালা থানার ওসি, কথা হত ফোনে 'ওঁরা ভুলে গিয়েছেন যে এই প্রতিবাদ কোথা থেকে শুরু হয়েছিল…', কেন ক্ষুব্ধ সুরজিৎ? আন্দোলনকারীদের উপর গরম জল ঢালতে বলা অভিনেত্রী অরুণার নামে খুনের চেষ্টার মামলা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.