এই মাত্র কয়েকদিন আগেই সাতপাকে বাঁধা পড়েছেন রাতুল মুখোপাধ্যায় এবং রূপাঞ্জনা মিত্র। কয়েক বছর লিভ ইন করার পর তাঁরা তাঁদের সম্পর্ককে গত এপ্রিল মাসে নতুন ধাপে নিয়ে যান। বর্তমানে কাশ্মীরে ছুটি কাটাচ্ছেন তাঁরা। থুড়ি হানিমুনে গিয়েছেন। সঙ্গী তাঁদের ছেলে। আর এই ট্রিপের একাধিক ছবি ভিডিয়ো মাঝে মধ্যেই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানেই দেখা গেল, কেবল রোম্যান্টিক নয়, বরং খানিক বলিউডি মুডেই রয়েছেন তাঁরা তিনজন।
আরও পড়ুন: 'ঢপের ডক্টর', নির্বাচনের ঠিক আগেই হিরণের পিএইচডি নিয়ে খোঁচা দেব-রাহুলের!
রূপাঞ্জনার পোস্ট করা নতুন ভিডিয়ো
রূপাঞ্জনা মিত্র এদিন যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে কাশ্মীরের কোথাও তিনি, রাতুল এবং তাঁদের ছেলে একসঙ্গে নাচ করছেন। আনন্দে হাসছেন, লাগাচ্ছেন, মজা করছেন। এই ভিডিয়ো পোস্ট করে নেপথ্যে তিনি চলা যাতা হুঁ গানটি যোগ করে দিয়েছেন। তাঁদের এই ভিডিয়ো দেখে মুগ্ধ হয়েছেন তাঁদের অনুরাগীরা।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'তিন জনকে একসাথে দেখতে কি ভালো লাগে।' আরেকজন লেখেন, 'আপনারা সবসময় এরম থাকুন তিনজন মিলে।' এদিন এই ভিডিয়োটি পোস্ট করার সময় রূপাঞ্জনা লেখেন, 'আমাদের নাচ দেখার অর্থ আমাদের মনের কথা শোনা।'
প্রসঙ্গত কিছুদিন আগেই রূপাঞ্জনা আরও একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন সেখানে দেখা গিয়েছে কাশ্মীরে একটি বরফের হৃদয় বানিয়ে সেটা দিয়ে বলিউড স্টাইলে অভিনেত্রীকে আবারও প্রোপোজ করছেন তাঁর বেটার হাফ।
আরও পড়ুন: হিট স্ট্রোকের পর অতিরিক্ত সচেতন বাদশা, মুম্বই ফিরেই ছাতার আড়ালে মুখ ঢাকলেন শাহরুখ
আরও পড়ুন: সময়ের অভাব, বিগ বস OTT থেকে সরলেন সলমন, ভাইজানের জায়গায় সঞ্চালনার দায়িত্ব এবার সামলাবেন কে?
রূপাঞ্জনা এবং রাতুল প্রসঙ্গে
রাতুল মুখোপাধ্যায় অভিনেত্রীর থেকে প্রায় ৬ বছরের ছোট। তবে বয়স কখনই কাঁটা হয়নি তাঁদের সম্পর্কে। দীর্ঘদিন প্রেম এবং লিভ ইন করার পর সাতপাকে বাঁধা পড়েছেন তাঁরা। ১৯ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েছেন রাতুল মুখোপাধ্যায় এবং রূপাঞ্জনা মিত্র। তাঁদের বিয়েতে এসেছিলেন টলিউডের একাধিক অভিনেতা, প্রযোজকরা।
প্রসঙ্গত ১৭ বছর আগে ভালোবেসে রেজাউল হককে বিয়ে করেছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র, সেটা ছিল ২০০৭ সাল। যদিও ভিনধর্মে সেই বিয়ে ছিল পরিবারের অমতেই। সেই দাম্পত্য সুখেরও হয়নি। ২০১৭ সালে দুজনের আইনি বিচ্ছেদ হয়। এরপর একা হাতেই ছেলেকে মানুষ করেছেন রূপাঞ্জনা।