সদ্যই মুক্তি পেয়েছে কালিয়াচক নামক ছবিটি। থুড়ি কালিয়াচক চ্যাপ্টার ১। রাতুল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি কলকাতার তুলনায় উত্তরবঙ্গে বেশি সাড়া পেয়েছে। যদিও কলকাতার একাধিক হলেও চলছে এই ছবিটি। কিন্তু বাংলা সিনেমার নন্দন কানন অর্থাৎ নন্দনে ঠাঁই পেল না এই ছবি। সরকারি হলের কর্তৃপক্ষ নাকি রাজি হয়নি রাতুল পরিচালিত ছবিটি দেখাতে। কিন্তু কেন? কী জানালেন পরিচালক?
কালিয়াচক ছবিটি নন্দনে ঠাঁই পায়নি, কী জানালেন রাতুল?
কালিয়াচক ছবিটির পরিবেশক যিনি তাঁকে নন্দন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে তাঁরা তাঁদের প্রেক্ষাগৃহে এই ছবিটি দেখাতে পারবেন না। যদিও কালিয়াচক ছবিটির নির্মাতাদের আশা ছিল নন্দনে তাঁদের ছবিটি দেখানো হবে, অনেক মানুষের কাছে তাঁরা পৌঁছাতে পারবেন। কিন্তু সেই আশায় জল পড়ে গেল। এরপরই ক্ষোভ উগরে দিলেন ছবির পরিচালক।
রাতুল মুখোপাধ্যায় আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'সেন্সর বোর্ড যে ছবিকে ছাড়পত্র দিয়েছে সেই ছবি কেন দেখানো হবে না সেটা বুঝলাম না।' জানা গিয়েছে মূলত ছবিতে অতিরিক্ত হিংসা দেখানোর কারণেই নাকি এই ছবি নন্দনে ঠাঁই পায়নি। সেন্সর বোর্ড থেকে এ ছাড়পত্র পেয়েছে রাতুলের ছবি। যদিও পরিচালক জানিয়েছেন এর আগে নন্দনে অতিরিক্ত হিংসা আছে এমন ছবি দেখানো হয়েছে। তাও কেন তাঁর ছবি দেখানো হবে না সেটাই তিনি বুঝতে পারছেন না।
রাতুল মুখোপাধ্যায় এদিন আরও জানান, 'আমাদের আর্থিক সামর্থ্য অত না। তাই ভেবেছিলাম নন্দনে ছবিটা এলে কলকাতার মানুষদের কাছে আরও বেশি করে পৌঁছানো যাবে। কিন্তু সেটা হল না।' তবে নন্দনে যতই এই ছবি ঠাঁই না পাক ছবির নির্মাতারা চেষ্টা করছেন যাতে কালিয়াচক ছবিটির শো সংখ্যা বাড়ানো যায়।
কী নিয়ে তৈরি হয়েছে এই ছবি?
কয়েক বছর আগে মালদহের কালিয়াচকে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের উপর নির্ভর করে এই ছবিটি বানিয়েছেন রাতুল মুখোপাধ্যায়। এখানে তাঁর বেটার হাফ রূপাঞ্জনা মিত্র রয়েছেন পুলিশের চরিত্রে।