বহুদিন পর্দা থেকে দূরে থাকার পর আবার বড় পর্দায় ফিরতে চলেছেন রাতুল শঙ্কর। রাতুল অর্থাৎ মমতা শঙ্করের পুত্র সর্বশেষ অভিনয় করেছিলেন ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘উৎসব’ সিনেমায়। তারপর বহুদিন পর্দা থেকে দূরে ছিলেন তিনি। ব্যস্ত ছিলেন গান-বাজনা নিয়ে। কিন্তু এবার আবার বড় পর্দায় ফিরতে চলেছেন রাতুল। রাতুলের সঙ্গী হবেন কোন অভিনেত্রী?
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, পরিচালক সত্রাজিত সেন পরিচালিত সিনেমা ‘চেক ইন চেক আউট’ সিনেমায় অভিনয় করবেন রাতুল। রাতুলের বিপরীতে এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে ইশা সাহাকে। ইশা এবং রাতুল ছাড়া সিনেমায় অভিনয় করবেন চান্দ্রেয়ী ঘোষ, আরিয়ান ভৌমিক।
আরও পড়ুন: পুরীর মন্দিরে পুজো দিতে গিয়ে সমস্যায় হেমা, অভিযোগ দায়ের সিংহদ্বার থানায়
আরও পড়ুন: 'টাইম পাস' মন্তব্যে মুখ খুললেন আদর, বললেন, ‘আমার বাবা মা শিখিয়েছেন…’
সিনেমার গল্প প্রসঙ্গে
‘চেক ইন চেক আউট’ গল্পটি কলকাতার একটি হোটেলকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। হোটেলের ম্যানেজার এবং কর্মচারীদের সঙ্গে হোটেলে আসা অতিথিদের সম্পর্কের দিকটি তুলে ধরা হবে এই সিনেমায়। সিনেমায় কলকাতা এবং কলকাতাবাসীর গল্প তুলে ধরা হবে।
সিনেমায় হোটেল জেনারেল ম্যানেজারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ইশাকে। নম্রতা নামের একটি মেয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। বিদেশে পড়াশোনা করার পর তিনি কলকাতায় ফিরে আসেন হোটেলের চাকরি নিয়ে, যদিও এই চাকরি নিয়ে কোনও আগ্রহ নেই তাঁর।
আরও পড়ুন: 'অমিতাভের সঙ্গে ঝামেলাই…', সাইন করিয়েও কেন রেখাকে ছবি থেকে বাদ দেন রঞ্জিত?
আরও পড়ুন: মেয়েকে জড়িয়ে ধরে চুমু আমিরের, 'গোপনীয়তা বজায় রাখুন…', কেন বললেন ভক্তরা?
হোটেলে অতিথির ভূমিকায় অভিনয় করতে দেখা যায় এবং আরিয়ানকে। বারবার একই হোটেলে কেন তাঁরা আসেন, নেপথ্যে কী কারণ রয়েছে? সবটাই জানতে পারবেন সিনেমা দেখলে। হোটেলের মালিক গিরীন্দমোহনের ভূমিকায় অভিনয় করবেন রাতুল।
রাতুল অর্থাৎ গিরীন্দমোহন শুধুমাত্র নম্রতার বস তা নয়, তিনি নম্রতার মেন্টরও। নম্রতা এবং গিরীন্দমোহনের সম্পর্কের সমীকরণ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, এই দুজনের সম্পর্কের মধ্যে কি অতিথিদের কোনও ভূমিকা রয়েছে? সবটাই জানা যাবে আগামী এপ্রিলে। সিনেমার দিনক্ষণ এখনও ঘোষণা না করা হলেও নববর্ষের প্রাক্কালেই সিনেমাটি মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে।